স্টার জলসার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। ৮ জন তারকা দম্পতিকে নিয়ে টেলিকাস্ট হচ্ছে এই শো। সঞ্চালনায় জিৎ। শো-এ বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করতে দেখা যায় অংশগ্রহণকারী দম্পতিদের। স্টার জলসার রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথাকে।
সুদীপ-পৃথা দাম্পত্যের বহু অজানা কথা ইতিমধ্যে ফাঁস করেছেন ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে। মাঝেমধ্যে স্বামী সুদীপের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন পৃথা। গত সপ্তাহে আমরা দেখেছিলাম অংশগ্রহণকারীদের নিজেদের সঙ্গীকে কলকাতার মধ্যে খুঁজে নিতে হবে বিভিন্ন সূত্রের মাধ্যমে। এবার চলতি সপ্তাহে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তাঁরা। তারকা দম্পতিদের কোনও এক সিনেমার চরিত্র সেজে গানে নাচ করতে হবে। আরও পড়ুন: ২৪ বছরের ছোট স্ত্রীর সঙ্গে চরম ঘনিষ্ঠ 'অনিন্দ্য দা' সুদীপ, ছবি শেয়ার করলেন পৃথা
‘শ্রীময়ী’ ধারাবাহিকের সৌজন্যে ছোটপর্দার পরিচিত নাম সুদীপ মুখোপাধ্যায়। এবার তাঁকে রিয়ালিটি শো-এর মঞ্চে ‘পুষ্পা’ ছবির ‘শ্রীবল্লী’ গানে নাচতে দেখা যাবে। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী পৃথাও। মঞ্চে জমে উঠবে ‘ইস্মার্ট জোড়ি’র এই জুটির রসায়ন। এমনিতেই সুদীপ-পৃথার বিবাহিত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে রোম্যান্সে মেতে উঠতে দেখা যাবে তাঁদের। সুদীপ আবার পুষ্পা সেজে জিতুকে ভয় দেখিয়েছেন।