সিকিমের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন রফিয়ত রশিদ মিথিলা, সৃজিত মুখোপাধ্যায় এবং আয়রা। মিথিলা ও সৃজিতের সোশ্যাল মিডিয়া প্রোফাইল জুড়ে পাওয়া গেছে পাহাড়ে বিচরনের ছবি। মোটা মোটা জ্যাকেট পরে পাহাড়ি আমেজকে উপভোগ করতে দেখা গেছে মুখোপাধ্যায় পরিবারকে। পরিচালক এবং অভিনেত্রীর সিকিম ট্রিপের ছবি দেখে মুগ্ধ নেটিজেন। তাঁদের সামাজিক মাধ্যমের পেজ জুড়ে রয়েছে তিন জনের ভ্রমনের অসংখ্য ছবি। কখনও লাচুংয়ে আয়রাকে জড়িয়ে মিথিলার সেলফি, আবার কখনও সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত মিথিলা। সিকিমেই ফুটে উঠল মিথিলার স্লো মোশনের মুহূর্ত। সৃজিতের কোলেই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আয়রাকে। পাহাড়ি রোদে গায়ে মেখে চলছে তিনজনের ফোটোশ্যুট। গ্যাংটক, লাচুং, টি গার্ডেনে কাটানো মুহূর্তকে লেন্সবন্দি করেছেন বাংলাদেশি সুন্দরী। সাদা বরফের চাদর বিছানো পাহাড়ের ওপর সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের।সিকিম ট্রিপের চোখ ধাঁধানো একাধিক ছবি পোস্ট করেছেন মিথিলা। ছবিগুলো যেমন রোম্যান্টিক তেমনই সুন্দর। নিভৃতে ছুটি কাটাতে দেখা যাচ্ছে তাঁদের। সিকিমের নৈসর্গিক সৌন্দর্যকে লেন্সবন্দি করেছেন মুঠোফোনে।