আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ৪ সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য রাত দখল চলে কলকাতা তো রাজ্যের বিভিন্ন জায়গায়। একই সঙ্গে এক নিভিয়ে প্রতীকী প্রতিবাদের ডাক দেওয়া হয়। এবার একটি হিসেব প্রকাশ্যে আনা হল যেখানে বলা হয়েছে বহু মানুষ সেই ডাকে সাড়া দিয়েছেন।
আরও পড়ুন: টেক্কার রানির সঙ্গে আলাপ করালেন দেব! টেডি হাতে ধরা দিলেন 'ইরা' স্বস্তিকা
কী জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় এবং শোভন গঙ্গোপাধ্যায়?
সৃজিত মুখোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায় সহ একাধিক তারকা এবং সাধারণ মানুষ এদিন CESC এলাকার বিদ্যুতের চাহিদার হিসেবে দিয়েছেন। আর সেখানেই দেখানো হয়েছে যে ৪ সেপ্টেম্বর বিদ্যুতের চাহিদা অন্যান্য দিনের তুলনায় বেশ কম ছিল। যদিও এই তথ্য যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
কী জানানো হয়েছে এই পোস্টারে? বিচার চেয়ে পোস্টারে লেখা হয় 'বিচার চেয়ে আলোর পথে। প্রমাণ মিলল CESC এর ডেটা থেকে। বিদ্যুতের চাহিদা CESC এলাকায় রাত ৯ থেকে ১০ টা পর্যন্ত।' এরপরই যে হিসেব দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে সোমবার এবং মঙ্গলবার ওই একই সময় বিদ্যুতের চাহিদা ছিল ১৭৮৯ মেগাওয়াট। আর বুধবার সেটা কমে হয় ১৬৮৬ মেগাওয়াট। ফলে ৪ সেপ্টেম্বর রাত ৯ থেকে ১০ টার মধ্যে ১১০ মেগাওয়াট বিদ্যুতের কম চাহিদা ছিল।
এরপর পোস্টারে আরও লেখা হয়, '১ মেগাওয়াট অর্থাৎ ১০ লাখ ওয়াট। একটি টিউবলাইটে যদি ২৫ ওয়াট খরচ হয় তাহলে বিশেষজ্ঞদের মতে ওইদিন কলকাতা এবং শহরতলি এলাকায় বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদে যোগ দিয়েছিলেন ৪৪ লাখ মানুষ।'
আরও পড়ুন: ক্রাইম থ্রিলারে জুটি বাঁধছেন ঋত্বিক - শোলাঙ্কি! রহস্যের পরত ভেদ করে উঠে আসবে কোন বাস্তবচিত্র?
আরও পড়ুন: 'যা যা করেছি না...' ঠিক যেন পাশের বাড়ির ছেলেটি! স্কুল না যাওয়ার জন্য কী কী অজুহাত দিতেন অমিতাভ?
প্রসঙ্গত কেবল এই তথ্য শেয়ার নয়। এদিন সৃজিত মুখোপাধ্যায় আরও একটি পোস্টে শেয়ার করেছেন। সেখানে তিনি আগামী ৯ সেপ্টেম্বর আরজি করের নির্যাতিতার মৃত্যুর নাসপূর্তিতে ফের অবস্থানের ডাক দেওয়া হয়েছে। আপাতত কলকাতার ৫ টি জায়গায় এই অবস্থা হবে বলে জানানো হয়েছে রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত।