চলতি বছর ডিসেম্বরে ১৯-এ পা দেবে শ্রীলেখা কন্যা ঐশী। অভিনেত্রী অবশ্য তাঁকে মাইয়্যা বলেই ডাকেন। জেন জি-র এই কন্যে আর পাঁচজন স্টার কিডের থেকে একদম আলাদা, পুরোপুরি প্রচারবিমুখ। সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাকাউন্ট নেই ঐশীর। ইনস্টাগ্রাম রিল নয়, বরং বইয়ে মুখ গুঁজে থাকতেই ভালোবাসেন তিনি। আরও পড়ুন-‘আমায় ওটস দিয়ে গুলে খেয়ে নেবে…’, মেয়ের ISC-র নম্বর জানাতে ভয় শ্রীলেখার, কত পেল মাইয়্যা?
সোমবার প্রকাশিত হচ্ছে আইএসসি (দ্বাদশ)পরীক্ষার ফলাফল। শ্রীলেখার ‘বইপোকা’ কন্যে দুর্দান্ত রেজাল্ট করেছেন। মেয়ের রেজাল্ট জানানোর ইচ্ছে থাকলেও ফেসবুকে তা সামনে আনেননি শ্রীলেখা, কারণ প্রচারবিমুখ মেয়ে আগেভাগই শাসিয়ে রেখেছিল মা-কে। আইসিএসই (দশম) এর থেকে বেশি নম্বর পেয়েছে মেয়ে, এইটুকু বলেই মুখে কুলুপ এঁটেছিলেন শ্রীলেখা। যদিও ঐশী কত শতাংশ নম্বর পেয়েছে তা গোপন রইল না।
মডার্ন হাই স্কুলের ছাত্রী ঐশী। শ্রীলেখা কন্যা তিনটি বিষয়ে ৯৮-এর উপর নম্বর। পাশাপাশি বাংলায়ও ৯৮ নম্বর পেয়ে ISC- পরীক্ষায় ৯৮% নম্বর নিয়ে পাশ করেছেন। মেয়ের সাফল্যে গর্বে বুক ফুলেছে শ্রীলেখার। খুব অল্প বয়সে বাবা-মা'র বিচ্ছেদের সাক্ষী থেকেছে ঐশী। ২০১৩ সালে যখন স্বামী শিলাদিত্য সান্যালের থেকে আলাদা হন শ্রীলেখা তখন তাঁর মেয়ের বয়স সবে ৮ বছর। শৈশবে বাবা-মা'র ডিভোর্স চাক্ষুস করলেও সবকিছুই সহজভাগে গ্রহণ করেছেন মাইয়্যা।