শ্রীলেখা বড়ই যে ঠোঁটকাটা। টলিপাড়ায় ও অনুরাগীদের কাছে এভাবেই তিনি পরিচিতি। সমাজের নানান বিষয় নিয়ে তিনি বরাবরই সোচ্চার হন। নিজের অভিমত স্পষ্ট করেই বলতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন বিষয় নিয়ে প্রায়দিনই সোচ্চার হন তিনি। তবে নিন্দুকের অভাব নেই। তাই ট্রোলাররাও নানান সময় অভিনেত্রীকে আক্রমণ করে বসেন। তবে শ্রীলেখাও পাল্টা জবাব দিতে ছাড়েন না। তবে বুধবার একটু অন্যরকম ভাবেই সোশ্যাল মিডিয়ায় এসে উপস্থিত হলেন শ্রীলেখা।
বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে তাঁর মুখ দেখা যাচ্ছে না, শুধুই পিঠ দেখা যাচ্ছে। শাড়ির সঙ্গে পরেছেন কালো অফশোল্ডার ব্লাউজ, উন্মুক্ত পিঠে শোভা পাচ্ছে ট্যাটু। আর চুলটা খোলা-ই রেখেছেন অভিনেত্রী। ইঙ্গিতবাহী ক্যাপশানে শ্রীলেখা লিখেছেন, ‘এপিঠ ওপিঠ করার অভ্যাস নেই তাই’।
প্রসঙ্গত, শ্রীলেখার এই ট্যাটুটি অবশ্য নতুন নয়। বহু আগেই এই ট্যাটু করিয়েছিলেন শ্রীলেখা। থাইল্যান্ডের নকশা অনুযায়ী সূর্য আঁকা রয়েছে অভিনেত্রীর পিঠে। এই ট্যাটুর অর্থ ‘শক্তি’। আর তাই নেটিজেনদের অনুমান, ট্যাটু প্রদর্শন নয়, ইঙ্গিতবাহী এই পোস্টে অভিনেত্রী হয়ত বোঝাতে চেয়েছেন, তিনি ‘দলবদলু’-দের তালিকায় পড়েন না।
আরও পড়ুন-'ভারত এখন আমার সবথেকে বড় বাজার, বলিউডে কাজ করতে চাই', বলছেন গায়ক এড শিরান