প্রধান ছবির শুটিংয়ে এখন উত্তরবঙ্গে ব্যস্ত দেব এবং তাঁর টিম। আর এই ছবিতে তাঁর নায়িকা হিসেবে ধরা দেবেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। আর তিনি তাঁর প্রথম ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকে যে রিল বানাতে ব্যস্ত সেটা তাঁর প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাবে। তবে কেবল রিল নয়, ছবিও। উত্তরবঙ্গের বর্ষার সৌন্দর্যে তিনি মুগ্ধ সে কথাও তিনি জানিয়েছেন। জানিয়েছেন তিনি বর্ষা ভালোবাসেন, বৃষ্টি মাখতে ভালোবাসেন। তাই তো শুটের ফাঁকে ফাঁকে সময় পেলেই নানা গানের সুরে তিনি রিল বানিয়ে ফেলেছেন। এবার তাঁকে জওয়ান ছবির গান চলেয়ার সুরে রিল বানাতে দেখা গেল।
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান। অ্যাটলি পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তা গোটা দেশে ঝড় তুলেছে। একটার পর একটা রেকর্ড ভেঙেছে এই ছবি। সিঙ্গল স্ক্রিন বা ডুয়াল স্ক্রিন এমনকি মাল্টিপ্লেক্স জুড়ে এই ছবির রমরমা। ভোর সাড়ে পাঁচটার শোতে যেমন ভিড় হচ্ছে তেমনই ভিড় হচ্ছে রাত ২.১৫ এর শোতে। সব থেকে বড় কথা এই ছবির গানগুলো স্ক্রিনে বাজতে শুরু করলেই অনেক জায়গায় দর্শকরা আসন ছেড়ে নাচতে শুরু করে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া জুড়েও এখন এই ছবির গান চলেয়া ট্রেন্ডিং। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন বাংলার ঘরে মেয়ে সৌমিতৃষা।
আরও পড়ুন: বৃষ্টি ভালোবাসেন সৌমিতৃষা! প্রধানের শুটিংয়ের ফাঁকে কী করলেন দেবের নায়িকা?
উত্তরবঙ্গে শুটিংয়ের মাঝে ফাঁক পেতেই বৃষ্টিতে এবং একই সঙ্গে শাহরুখ ম্যাজিকে ভিজে তিনি চলেয়া গানে নাচতে শুরু করে দেন। একটি গোলাপি রঙের টিশার্ট এবং জিন্স পরে তাঁকে বৃষ্টি ভিজে নাচতে দেখা যায়। খালি পায়ে করেন চলেয়া গানের হুকআপ স্টেপ। বাদ দেন না বিখ্যাত এসআরকে স্টেপ করতে।