
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীর্ঘ সাত বছরের প্রেম, সম্প্রতি বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। ভিন ধর্মে বিয়ে করলেও এই বিয়েতে কেউই ধর্ম বদলাননি। গত ২৩ জুন দুই পরিবারকে পাশে নিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন জাহির-সোনাক্ষী। তারপর বলিউডকে আমন্ত্রণ জানিয়ে নাচে-গানে জমিয়ে পার্টি করেছেন জাহির-সোনাক্ষী। ইতিমধ্যেই সেই পার্টির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি মধুচন্দ্রিমা সেরে ফিরে Hindustan Times-এর কাছে সবটা নিয়ে মুখ খুলেছেন শত্রুঘ্ন সিনহা কন্যা। সোনাক্ষী বলেন, ‘আমার মনে হয়, সবাই আমার বিয়েতে উপস্থিত ছিলেন। ফের তিনি বলেন, ’আসলে আমি আর জাহির সিঙ্গাপুরে গিয়েছিলাম। সেখানেও কফিশপে লোকজন পেস্ট্রি দিয়ে আমাদের অভিনন্দন বার্তা পাঠাচ্ছিল। কেউ কেউ আমাদের কাছে এসে বলেন, ‘ওহ, আপনাদের বিয়ের সব ভিডিয়োই দেখছি।’ আমি উত্তরে বলি, ‘হ্যাঁ, প্রত্যেকেই আমাদের বড় দিনের অংশ ছিল। এটা সত্যিই সুন্দর ছিল।’
কিন্তু এত জায়গা থাকতে সিঙ্গাপুরে কেন গিয়েছিলেন জাহির-সোনাক্ষী?
এবিষয়ে সোনাক্ষীর উত্তর, ‘আসলে, খুবই কাছের এক বন্ধুর আমার বিয়ের পাঁচ দিনা বাচ্চা হয়েছে তাই ও বিয়েতে আসতে পারিনি। সেজন্যই ওকে চমকে দিতে আমি আর জাহির সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নি। সঙ্গে ওর বাচ্চাকেও দেখে আসি।’
বিয়ের পর জীবন কতটা বদলেছে, কেমন অনুভূতি, সেপ্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘এটা সত্যিই দারুণ একটা বিষয়। আমি এখন আমার জীবনের সবথেকে কাছের বন্ধুর কাছের বন্ধুর সঙ্গে থাকছি। এর বেশি আমার জীবনে খুব বেশি কিছুই পরিবর্তন হয়নি। আর এটাই এটাই সবচেয়ে মজার। আর এটাই স্বাভাবিক। যেকোনও সুন্দর সম্পর্কে যা হয়, সেগুলো আপনাকে পরিবর্তন করতে বাধ্য করে না। হ্যাঁ, জীবনটা এখন দারুণ। জাহির সত্য়িই ভালো মানুষ। আর আমিও ভাগ্যবতী।’
সোনাক্ষী বলেন, তাঁর বিয়ের সবথেকে মজার বিষয়, তাঁর আর জাহিরের বন্ধু-বান্ধব একই। তাই তাঁরা পাত্র পক্ষা হবে, নাকি পাত্রী পক্ষ, তা নিয়ে তর্ক বেঁধেছিল। সবমিলিয়ে এটাকে ‘পারফেক্ট ওয়েডিং’ বলে উল্লেখ করেন সোনাক্ষী, জানান তিনি আর জাহির দুজনেই সুখী।
এদিকে বিয়ের পর ইতিমধ্যেই কাজে ফিরেছেন সোনাক্ষী। জি ফাইভের ছবি 'কাকুদা'র জন্য প্রচার শুরু করেছেন সোনাক্ষী সিনহা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports