ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। আসন্ন প্রেম দিবস। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে টানা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভালোবাসার সপ্তাহ। এই দিনগুলি বেশ রোম্যান্টিক, লাভ বার্ডসদের উৎসবের দিন। এই দিনগুলিতে বিভিন্ন ভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করে থাকেন তাঁরা। কিন্তু যাঁরা সিঙ্গেল, তাঁদের কী অবস্থা?
ভালোবাসার সপ্তাহে সিঙ্গেলদের অবস্থা নিয়ে একটি ভিডিয়ো বানিয়েছেন শোহনাজ গিল এবং কুশা কপিলা। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির ‘মেরে খোয়াবো মে যো আয়ে’ গান। দুজনেই গানের তালে তালে অভিনয়ও করেছেন। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ছড়িয়ে পড়ে। অনেকেই নিজের অবস্থার সঙ্গে এই ভিডিয়োর মিল খুঁজে পান। শোহনাজ গিল এবং কুশা কপিলার ভিডিয়োতে নানা মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। আরও পড়ুন: গ্র্যামির জন্য ৮০টা ট্যাটু ঢেকে রেখেছেন! তার পরেও মাইকেল জ্যাকসন কন্যার লুকে ফিদা নেটদুনিয়া