বাংলা নিউজ > বায়োস্কোপ > এয়ারপোর্টে হিন্দি বলেছে ‘CRPF’, হেনস্থা করা হয়েছে বাবা-মা'কে, অভিযোগ সিদ্ধার্থের
এয়ারপোর্টে হিন্দি বলেছে ‘CRPF’, হেনস্থা করা হয়েছে বাবা-মা'কে, অভিযোগ সিদ্ধার্থের
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2022, 10:20 AM ISTPriyanka Bose
Actor Siddharth: সিদ্ধার্থের অভিযোগ, ‘মাদুরাই বিমানবন্দরে ২০ মিনিটের বেশি সময় ধরে সিআরপিএফের হাতে হেনস্থার শিকার। তারা আমার বৃদ্ধ বাবা-মাকে ব্যাগ থেকে কয়েন সরাতে বাধ্য করেছে! এবং বারবার ইংরেজিতে কথা বলার জন্য বলা সত্ত্বেও আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলে।’
পোস্টে যা লিখেছেন অভিনেতা সিদ্ধার্থ
বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা হাতে বাবা-মা ‘হেনস্থা’র শিকার, অভিযোগ করলেন অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ। মঙ্গলবার তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরের ঘটনা। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে অভিযোগ করেছেন ‘রং দে বসন্তী’ অভিনেতা।
সিদ্ধার্থের অভিযোগ, সিআরপিএফ ২০ মিনিটের বেশি সময় ধরে তাঁর বাবা-মাকে হয়রান করেছিল এবং তাঁদের ব্যাগ থেকে কয়েন সরাতে বলেছিল। আরও অভিযোগ, নিরাপত্তা কর্মীরা তাঁর বাবা-মায়ের সঙ্গে হিন্দিতে কথা বলেছিলেন। তাঁর বাবা-মা বার বার ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করা সত্ত্বেও নিরাপত্তা কর্মীরা তা শোনেননি।
ইনস্টাগ্রাম পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, ‘মাদুরাই বিমানবন্দরে ২০ মিনিটের বেশি সময় ধরে সিআরপিএফের হাতে হেনস্থার শিকার। তারা আমার বৃদ্ধ বাবা-মাকে ব্যাগ থেকে কয়েন সরাতে বাধ্য করেছে! এবং বারবার ইংরেজিতে কথা বলার জন্য বলা সত্ত্বেও আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলে।’