ছোটপর্দার দুনিয়ায় ইতিহাস সৃষ্টি করেছে সোনির শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া'। এই শো-তে ব্যবসার অভিনব ভাবনা নিয়ে হাজির হয় প্রতিযোগিরা। এবং তাঁদের পরখ করেন বর্তমান ভারতের শীর্ষস্থানীয় বিজনেস টাইকুনরা, যাঁদের ভাবনা পরিবর্তনের জোয়ার এনেছে বিজনেসের দুনিয়ায়। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অন্যতম সদস্য হলেন আমন গুপ্তা। নেটমাধ্যমে এমনিতে বেশ সক্রিয় এই 'শার্ক'। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের মজাদার সব ভিডিয়ো আপলোড করেন তিনি, যা নেটিজেনদের মধ্যে দারুণ জনপ্রিয়।সম্প্রতি, শাহরুখ খান-কে নকল করে ফের একটি ভিডিয়ো আপলোড করেছেন আমন, যা দেখে হেসে কুটিপাটি নেটপাড়া। খুলেই বলা যাক গোটা বিষয়টি। হিন্দি ছবি প্রেমী দর্শকদের নিশ্চয়ই মনে আছে 'কভি খুশি কভি গম' ছবিতে হেলিকপ্টার থেকে উৎরে বাড়িতে ঢোকার শাহরুখ-এর সেই আইকনিক দৃশ্য। এবারে ঠিক সেই দৃশ্যটির অনুকরণে একটি ভিডিয়ো তৈরি করেছেন আমন। তবে পুরোপুরি মজাদার ভঙ্গিতে। আর তিনি যে এই লক্ষ্যে বেশ ভালোভাবেই উৎরে গিয়েছেন, তা ছবিতে কমেন্ট ও রিয়্যাক্ট করার নমুনা দেখেই দিব্যি টের পাওয়া যাচ্ছে।রইল সেই ভিডিয়ো। কেউ কেউ তো সেই পোস্টে লিখেই বসলেন, ' শেষমেশ কভি খুশি কভি গম ২-এর নায়কের খোঁজ পাওয়া গেল।'