মঙ্গলবার মুকেশ আম্বানির গণেশ পুজোয় চাঁদের হাট। বলিউড থেকে ক্রিকেট জগতের বহু নামীদামী তারকারা হাজির ছিলেন পুজোর অনুষ্ঠানে। এ দিন মুহূর্তের জন্য অভিনেতা শাহিদ কাপুরের ছবি তোলার মুহূর্ত নষ্ট করছিলেন পাণ্ডিয়া ভাইরা। পাপারাৎজ্জির জন্য পোজ দিয়েছিলেন শাহিদ। অজান্তে ঠিক তার পিছনে একই জায়গায় ছবি তোলার জন্য এসে পোজ দেন পাণ্ডিয়া ভাইরা।
এক পাপারাৎজ্জির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, আম্বানিদের অনুষ্ঠানে নীল রঙের কুর্তা এবং সাদা পাজামা পরে হাজির হয়েছিলেন শাহিদ। ছবি তোলার জন্য পাপারাৎজ্জির অনুরোধে পোজ দিয়েছিলেন তিনি। ঠিক তার পিছনে হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া এবং ইশান কিষাণ এসে খানিক ভুল করেই ছবি তোলার জন্য পোজ দেন। এরপর তাঁরা বুঝতে পারেন শাহিদের ছবি নষ্ট করছেন। অবশ্য বিষয়টি বুঝতে পেরেই তাঁরা হাসিমুখে একে অপরের তাকান এবং হাত মিলিয়ে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: শাহরুখ আর তাঁর খুদে কার্বন কপি! আম্বানিদের গণেশ পুজোর ছবি দেখে কেন এমন বলছে সবাই
দেখুন ভিডিয়ো-