মুম্বইয়ের 'লালবাগচা রাজা' তিনি, বাণিজ্য নগরীর বিখ্যাত এই পুজোতে যান না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। বাদ যান না তারকারাও। আর তাই তো তথ্য বলছে, টানা ১০ দিন ধরে চলা এই গণেশ চতুর্থী উৎসবে, লালবাগচা রাজা-য় প্রতিদিন সেখানে ১.৫ মিলিয়ন ভক্তের সমাগম হয়। যদিও এখানে গণপতি দর্শনের জন্য সাধারণ ও VIP- দুই ব্যবস্থাই রয়েছে।
প্রত্যেকবারই গণপতি উৎসবের সময় মুম্বইয়ের 'লালবাগচা রাজা' দর্শনে যান কিং খান শাহরুখ। এবারও গিয়েছিলেন। সেই মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে শাহরুখের সঙ্গে দেখা যাচ্ছে তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ লালবাগচা রাজার কাছে নারকেল দিয়ে পুজো দিতে দেখা যাচ্ছে। সাদা শার্ট পরে কপালে লাল তিলক কাটা অবস্থায় দেখা যাচ্ছে। লালবাগচা রাজার পা ছুঁয়ে প্রণাম করছেন কিং খান শাহরুখ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই এই ভিডিয়ো ঘিরে রয়েছে ট্রোলের বন্যা। একজন কট্টরপন্থী ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি লিখেছেন, ‘আপনি তো আমাদের মুখ দেখাতেও দেবেন না।’ আরেকজন লিখেছেন, ‘আমার তো মনে হয়, শাহরুখ আদপে মুসলিম নন।’ কারোর মন্তব্য, ‘সলমন, শাহরুখ যে কেন গণেশ পুজো করেন, আপনাদের আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। আপনি মুসলিম বলে আমরা ভাবতেও পারি না।’ আরও একজন লিখেছেন, ‘আপনার স্ত্রী কি কোনওদিনও নমাজ পরেছেন?’ এমনই নানান মন্তব্য উঠে আসে।