শুক্রবার কলকাতা ভিজেছে মুষলধার বৃষ্টিতে। তবে এই বৃষ্টির মধ্যেই এক হয়েছে ভালোবাসায় ভরা দুটি মন। সাত পাকে ঘুরেছেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। আপাতত তাঁদের বিয়ের ছবি-ভিডিয়ো-তে ভরে আছে সোশ্যাল মিডিয়া। বিয়েতে কনের গায়ে ছিল লাল বেনারসি, বরের হলুদ রঙের পঞ্জাবি। জানেন কি, কেমন সাজলেন আদৃত-কৌশাম্বির মা?
লাল রঙের বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বি। কপালে কলকা কাটেননি। শুধু লাল একটা টিপ, তার চারদিকে সাদা ডট। গা ভরা সোনার গয়না পরেছিলেন। আর বিয়ে করতে আসেন আদৃত হলুদ রঙের পাঞ্জাবিতে। সঙ্গে সাদা ধুতি। মাথায় টোপর, গলায় ফুলের মালা।
আরও পড়ুন: স্লিভলেস ব্লাউজ, ফুলের গয়না, কৌশাম্বির গায়ে হলুদের সাজ একদম আলাদ! বউমা নিয়ে কী বলেছিল আদৃতের মা
তবে বর-কনের সঙ্গে ভাইরাল তাঁদের মায়েদের ছবিও। ছেলে-মেয়ের বিয়েতে জমিয়ে সেজেছিলেন দুই মা। আদৃতের মা এদিন পরেছিলেন বেগুনি রঙের শাড়ি। তাতে সোনালি জরির পার। গলায় ও হাতে সোনার গয়না। স্লিং ব্যাগটিও সোনালি রঙেরই।
আর কনের মা পরেছিলেন অফ হোয়াইট রঙের সিল্কের শাড়ি। সঙ্গে লাল রঙের ব্লাউজ। মাথায় ফুলের মালা। আদৃতকে নিজেই বরণ করে নিয়ে আসেন কৌশাম্বির মা। অন্য দিকে, ফুলকি নায়িকাকে দেখা যায় শাশুড়িকে জড়িয়ে ধরে ছবি তুলতে।
আরও পড়ুন: ‘শুয়োরের দৃষ্টিতে গু…’! ফাটা প্য়ান্ট নিয়ে ট্রোল, খচে লাল সুদীপ খুললেন মুখ


মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত আর কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিম হাজির হয়েছিলেন এদিন বিয়েবাড়িতে। ছিলেন আদৃতের 'বড় বউদি' তন্বী, দাদা ধ্রুব, ছোট বোন ঐন্দ্রিলা থেকে শুরু করে বাবা কৌশিক। কৌশাম্বির অনস্ক্রিন বর রাজীবও মিস করেনি এই বিয়ে অনুষ্ঠান। ছিল জামাইবাবু রাতুলও। তবে ছিলেন না সিরিয়ালের নায়িকা, সৌমিতৃষা কুণ্ডু। এমনিতেই খুব একটা ভালো সম্পর্ক ছিল না কোনওদিন আদৃত-সৌমিতৃষার। মিঠাই চলাকালীনও তাঁদের ঝামেলার খবর নিয়ে আলোচনা চলত টলিপাড়ায়। তারপর কৌশাম্বি আর আদৃতের সম্পর্কের পর দেখা গিয়েছিল, সৌমিতৃষা ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন কৌশাম্বিকেও।
আরও পড়ুন: ‘টেনে আনার দরকার…!’, সৌম্যকে বিয়ের ৬ মাস, ‘প্রাক্তন’ রাহুলকে নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা
৮ তারিখ ছিল আইুড়ো ভাত আর মেহেন্দি। সেদিন গোলাপি রঙের শাড়ি পরেন কৌশাম্বি। তারপর গায়ে হলুদে কনে বেছেছিলেন হলুদ রঙের শাড়ি আর বর আদৃত গায়ে স্যান্ডো গেঞ্জি ও গামছা দিয়েই সেরে নেন হলুদ মাখা।