
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন শারমিন সেহগাল। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি। পিরিয়ড ড্রামা সিরিজ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকমহলে। তবে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শরমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতে মল্লিকাজানের মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শরমিন সেহগল। মল্লিকাজানের চরিত্রে অভিনয় করেছেন মনীষা কৈরালা। তাঁর অভিনয় দেখে কটাক্ষের বন্যা। অনেকেরই দাবি, শুধু তারকা পরিচালকের বোনঝি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি। অনেকেই তাঁর অভিনয় দেখে নেপটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ সঞ্জয় লীলা বনশালির বোনঝিও বটে শরমিন। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ভোটপ্রচারে হীরক রাজের সাজে রুদ্রনীল, গানের লিরিক্সে রাখলেন কোন চমক
আরও পড়ুন: ফের বিপাকে এলভিশ যাদব, ইউটিউবারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করল ইডি
যে ঘরানায় তিনি অভ্যস্ত তা দিয়েই ওটিটিতে পা রেখেছেন বনশালি। যে কোনও পিরিয়ড ড্রামা বা ঐতিহাসিক চরিত্র খুব নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন এই পরিচালক। শোটি জাঁকজমক এবং সিনেমাটোগ্রাফির জন্য প্রশংসিত হয়েছে। অনেকে ইতিহাস এবং সময়কালের বিষয়ে ভুলগুলি নির্দেশ করেছেন। তেমনি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শারমিনের অভিনয়ের সমালোচনাও করেছে সিনেফিলদের একাংশ।
আরও পড়ুন: ‘বিন্দুমাত্র বদলাননি..’, ফের রজনীকান্তের সঙ্গে একফ্রেমে অমিতাভ, কবে আসছে নতুন ছবি
জানিয়ে রাখি, শারমিন হলেন সঞ্জয়ের ভাইঝি যিনি তাকে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা (২০১৩), বাজিরাও মাস্তানি (২০১৫) এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (২০২২) ছবিতে সহায়তা করেছেন। তিনি ওমুং কুমারের প্রিয়াঙ্কা চোপড়া-অভিনীত স্পোর্টস বায়োপিক, মেরি কম-এর সহকারী পরিচালকও ছিলেন।
তবে আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া জুড়ে কটাক্ষের বন্যা। অনেকেরই দাবি, কেবলমাত্র তারকা পরিচালকের বোনঝি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি। একজন রেডিট ইউজার লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখা উঠলাম। শারমিন সেহগাল তার খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। ও অভিনয় জানেই না। অভিব্যক্তির অভাব, বাচন ভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’
অপর এক নেটিজেন লেখেন, 'আমার সত্যিই ওঁকে আলম হিসেবে পছন্দ হয়নি... কোনও অভিব্যক্তি নেই, একই এক্সপ্রেশন?' কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন বোনঝিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। এক নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিন্হা, মনীষা কৈরালা, সঞ্জীদা শেখের অভিনয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports