বলিউড অভিনেতা সলমন খান বর্তমানে তার আসন্ন ছবি 'সিকান্দার' নিয়ে খবরে রয়েছেন। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভাইজান ও রশ্মিকা মান্দানা। সম্প্রতি 'সিকান্দার'-এর শুটিং শেষ করেছেন সলমন। ছবির শেষ দৃশ্যের শুটিং হয়েছে মুম্বইয়েই। শুটিং শেষে অভিনেতার কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। তবে সেখানে তাঁকে দেখে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরা। এ কী চেহারা হয়েছে। ভীষণই বয়স্ক দেখাচ্ছে যে হ্যান্ডসাম হাঙ্ক, বলিউডের মোস্ট ব্যাচেলর সলমন খানকে।
সলমনকে এই ছবিগুলিতে দেখা গেল ক্লিন শেভ লুকে। অভিনেতাকে একটি কালো চামড়ার জ্যাকেট এবং একটি সাদা এবং নীল টি-শার্টের সঙ্গে ম্যাচিং ক্যাপ পরেছিলেন মাথায়। ভাইজানের এই ছবিগুলি সিকান্দারের শেষ দৃশ্যের শুটিংয়ের ছবি।
আরও পড়ুন: বর ফাহাদ আহমেদ মুসলিম, তিনি হিন্দু! কোন ধর্মের পথে হাঁটছে স্বরা ভাস্করের মেয়ে রাবিয়া, জবাব নায়িকার
তবে ফ্রন্ট ফেসিং সবকটি ছবিতেই দেখা গেল, গাল যেন ভেঙে গিয়েছে অনেকটাই। গালের দাঁড়িতেও ধরেছে পাক। চোখ ঢুকেছে কোটরে।
আরও পড়ুন: ‘থাপ্পড়’ মারার হুমকি দেবচন্দ্রিমার, কিরণের মাইক-ড্রোন ফেরাল সায়ন্ত, মলদ্বীপ ঘোরার ৩ লাখও ফেরত এল?
সলমন ভক্তদের প্রতিক্রিয়া:
সলমনের এই ভাইরাল ছবিগুলো দেখে অনেক ব্যবহারকারী জানিয়েছেন, অভিনেতাকে খুব ক্লান্ত দেখাচ্ছে! একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমাদের টাইগার বুড়ো হয়ে যাচ্ছে...। ' আরেকজন লিখেছেন, ‘হঠাৎ এত বয়স্ক লাগছে কী করে?’ তৃতীয় লিখেছেন, ‘সলমন খান তো দাদাজি হয়ে গিয়েছেন’।
আরও পড়ুন: ঠোঁট ভরা লিপস্টিক ময়ূরী-দেয়াশিনীর, চেপে ধরে চুমু আরত্রিকাকে! সারেগামাপা-র মস্তি হল ফাঁস
যদিও অনেকেরই যুক্তি, ৬০ বছরে পা রেখেছেন সলমন খান। আর সেই ছাপই চোখেমুখে পড়েছে। যদিও সেই হিসেবে আমির বা শাহরুখ, দুজনেই সলমনের বয়সের হওয়ার পরেও, তা বোঝার উপায় থাকে না!
সিকন্দর ছবি প্রসঙ্গে:
বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সলমন। তবে বিগত কয়েকবছর ধরে সেভাবে দেখেননি হিটের মুখ। এমনকী, টাইগার থ্রি-ও সেই করিশ্মা করতে পারেনি বক্স অফিসে। সিনেমার টজারে বেশ রুদ্র-রূপে ধরা দিয়েছেন নায়ক। ইতিমধ্যে এসেছে এর প্রথম গান ব্যোম ব্যোম ভোলে-ও।
‘সিকন্দর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। খুব সম্ভবত তিনিই ভিলেন। প্রথমবার সলমন রোম্যান্স করবেন রশ্মিকা মন্দনার সঙ্গে। আছেন সুনীল শেট্টিও। ২০২৫ সালের ২৮ মার্চ এই ছবির হলে আসার কথা।