বলিউড তারকা সলমন খানকে সোমবার রাতে মুম্বইয়ের একটি ব্যস্ত রেলস্টেশনে তার আসন্ন সিনেমা 'সিকন্দর'-এর শুটিং করতে দেখা গিয়েছে। আর শ্যুটের একটি ভিডিয়ো ইন্টারনেটে প্রকাশিত হয়েছে, যা তাঁর অনুরাগীদের মধ্যে রীতিমতো উত্তেজনা তৈরি করেছে।
স্টেশনে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন সলমন
ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্টেশনের ভিতরে ঢোকার সময় সলমন খানকে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে। কালো শার্ট এবং নীল ডেনিম জিন্স পরিহিত অভিনেতাকে দেখা যায় সিকন্দরের জন্য শ্যুটিং করতে, প্রবেশ করছে স্টেশনে। ভক্তরা সুপারস্টারকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করে ওঠে। এমনকী, টেকের মাঝে উপস্থিত জনতার দিকে তাকিয়ে সলমনকে হাত নাড়তেও দেখা যায়।
আরও পড়ুন: সাজানো বিছানা, ফুলশয্যার ফোটো দুই শালিকের মল্লিকার! বাবার মাথায় গোলাপ গুঁজল মেয়ে
ভক্তরা ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করেছেন। একটি টুইটে লেখা হয়েছে, ‘অপ্রতিরোধ্য, নির্ভীক এবং লার্জার দ্যান লাইফ। সলমন খান হলেন ক্যারিশ্মা ও সাহসের মূর্ত প্রতীক।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘এ আর মুরুগাদোস #ARM আমাদের ১০০০ কোটির সিনেমা উপহার দিতে যাচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘আজ রেল স্টেশনে সিকন্দরের সেটে সলমন খানের উন্মাদনা!’
আরও পড়ুন: মুখে হাসি নেই! স্টারডমের সেটে আরিয়ান-র কাণ্ড দেখুন, কত বয়স শাহরুখের বড় ছেলের
এর আগে, সিকন্দরের জন্য সলমন খানের শুটিংয়ের আরও একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছিল, যেখানে অভিনেতাকে একটি কালো হলুদ ট্যাক্সি থেকে নামতে দেখা গিয়েছিল। আর সলমনকে অ্যাকশন অবতারে দেখার জন্য উত্সাহী দর্শকরা একপ্রকার ঘিরে রয়েছে। সেই ভিডিয়োতে, সলমন ডেনিম জিন্সের সঙ্গে একটি নীল শার্ট পরেছিলেন।
আরও পড়ুন: ‘আমার জনপ্রিয়তা ব্যবহার করার জন্য…’! বাংলা সিনেমার পরিচালকদের নিয়ে বিস্ফোরক রূপম
এআর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকন্দর একটি অ্যাকশন-প্যাকড সিনেমা যেখানে কাজল আগরওয়াল, রশ্মিকা মান্দানা, সত্যরাজ, শরমন জোশি এবং প্রতীক বব্বর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০২৫ সালের ২৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।