বিগ বস ১৭ এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত সলমন খান। এখানেই সম্প্রতি এসেছিলেন ভাইজানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি। ফারের হাত ধরেই ডেবিউ করবেন তিনি। তার আগে বিগ বসে এসে সলমনের সঙ্গে একাধিক বিষয়ে কথা বলেন তিনি। আর সেখানেই কথায় কথায় ভাইজান বলেন তাঁর বাবার কথা। জানান সেলিম খান নাকি জানতেন তিনি বড় মাপের অভিনেতা হবেন।
আলিজেহ বলেন তিনি ছোটবেলায় সলমনের সঙ্গে তাঁর ছবির সেটে যেতেন। ভাগ্নি স্মৃতি হাতড়াতেই নিজেও স্মৃতিতে ডুব দিলেন সলমন। জানালেন তিনি যখন বলিউডে ডেবিউ করছিলেন তখন তাঁর বাবা কী বলেছিলেন তাঁকে।
আরও পড়ুন: রিয়েলিটি শো থেকে উত্থান, 'গৌরী এল' শেষ হওয়ার পর এবার কী পরিকল্পনা মোহনার?
আরও পড়ুন: প্রিয়াঙ্কা-সহজের সঙ্গে আদুরে ছবি পোস্ট রাহুলের, একসঙ্গে কত বছর কাটালেন তাঁরা?
সেলিম খান কী বলেছিলেন সলমন খান?
এদিন বিগ বসের মঞ্চে সলমন খান আলিজেহকে বলেন, 'আমি যখন ম্যায়নে পেয়ার কিয়া করেছিলাম তখন তখন বাবা মানে তোমার দাদু আমায় একটা কথা বলেছিলেন। উনি ছবিটা দেখে এসে জিজ্ঞেস করেছিলেন তুমি কি ভাবছ যে তুমি স্টার হবে? আমি তখন ওঁকে না বলি উত্তরে। তখন উনি আমায় বলেছিলেন তুমি স্টার হবে, ভীষণ নামকরা তারকা হবে। আর কেউ যদি তোমায় আটকাতে পারেন সেটা তুমি নিজেই। আর আজ আমি তোমার দাদুর সেই কথাই তোমায় বলতে চাই।'