
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কদিন ধরেই রূপম ইসলামের শো চলাকালীন অনুষ্ঠানস্থলে অনিয়ন্ত্রিত ভিড়, পুলিশের লাঠি চালানোর মতো ঘটনা বারবার আসছে খবরে। এবার এসবের মাঝেই ভাইরাল হল একটি ভিডিয়ো। যা নিয়ে এখন তুমুল চর্চা সোশ্যালে। কেউ কেউ যেমন গায়কের নিন্দে করলেন, তেমনই আবার বহু অনুরাগী এসে দাঁড়ালেন গায়কের পাশে।
ভিডিয়োতে কালো জ্যাকেট পরে অনুষ্ঠান শেষে ফিরছেন রূপম। চোখেমুখে ক্লান্তি। গায়কের সঙ্গে রয়েছে তাঁর টিমও। হঠাৎ দেখা গেল, পিছন থেকে রূপমকে ডাকতে শুরু করলেন কিছু অনুরাগী। করতে থাকলেন ফোটো আর সেলফি তোলার আবদার। এমনকী আবাসনে ঢোকার পরেও পিছু ছাড়ে না তাঁরা।
আরও পড়ুন: শনিবার ৩৭% ব্যবসা বাড়ল মেরি ক্রিসমাসের! দ্বিতীয় দিনে কত আয় ক্যাটরিনা-বিজয়ের
এরপর দেখা যায় পিছন ফিরে চিৎকার করে ওঠেন রূপম। শুধু তাই নয় এমন কিছু কথাও বলেন উপস্থিত ভক্তদের উদ্দেশে যা লেখার যোগ্য নয়। দেখুন সেই ভিডিয়ো-
রূপমের এই মুহূর্ত নিয়ে একজন লিখলেন, ‘একজন গায়ক তখনই পূর্ণতা পাবে যখন তাঁকে ভালোবাসবে তাঁর শ্রোতারা। কিন্তু সেই শ্রোতাদের এভাবে গালাগাল করা কি আদৌ ভদ্রতা। ছবি তুলতে না ইচ্ছে করলে অদেখা করুন। পাত্তা না দিয়ে চলে যান। এভাবে গালাগালি করার কি যুক্তি।’ একজন আবার লিখেছেন, ‘দেখেই বোঝা যাচ্ছে নেশা করে রয়েছে। নেশা না করলে এমন কোনও সুস্থ মানুষই করতে পারে না।’ চতুর্থজনের মন্তব্য, ‘এর অবস্থাও রূপঙ্করের মতো হবে। এর আগেও রূপমকে এরকম করতে দেখা গিয়েছে নিজের ভক্তদের সঙ্গে। এরকম করলে কোনও মানুষ আসবে না গান শুনতে।’
যদিও অনেকেই কথা বলেছেন রূপমের হয়ে। এক ভক্ত কমেন্টে লিখলেন, ‘মানুষের বোঝা উচিত তারকাদেরও ব্যক্তিগত মুহূর্তের দরকার হয়। সবসময় মাথা ঠান্ডা রাখা তাঁদের পক্ষেও সম্ভব নয়।’ অপরজন লিখলেন, ‘আমার তো মনে হয় না রূপমদা কোনও ভুল করেছে। এভাবে পিছনে ধাওয়া করলে যে কোনও মানুষই রেগে যাবে।’
পরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে ফসিলস-প্রেমীদের উৎসাহ বেশ সমস্যায় ফেলেছে উদ্য়োক্তাদের। দমদম, মধ্যমগ্রাম, কালনা-র মতো জায়গায় অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন মানুষ। এমনকী জনঅরণ্যের কারণে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। লেগে গিয়েছিল জ্যাম। পুলিশের পক্ষ থেকেও দমদম ও কালনায় লাঠি চালানো হয় বলে জানিয়েছেন সেখানে উপস্থিত সকলে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports