দর্শক মনে আড়াই বছর ধরে রাজত্ব করেছিল জি বাংলার ধারাবাহিক মিঠাই। এই সিরিয়ালের প্রতিটা চরিত্রই আলাদা করে জায়গা করে নিয়েছিল দর্শক মনে। তাই তো কেন্দ্রীয় চরিত্রে থাকা সিদ্ধার্থ আর মিঠাইয়ের মতোই ভালোবাসা পেয়েছে শ্রী-রাতুল, রাজীব-নন্দা, স্যান্ডি-পিঙ্কি আর নিপা-রুদ্রর জুটি। আর মিঠাই শেষ হতেই সবটা মিলিয়ে মনখারাপের রেশ একটা লেগেই আছে।
ইতিমধ্যেই মিঠাই-এর বহু অভিনেতাই নতুন করে কাজ শুরু করে দিয়েছেন। শ্রীনন্দার চরিত্রে থাকা কৌশাম্বিকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। নিপা অর্থাৎ ঐন্দ্রিলাকে দেখা মিলছে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি যে আমার মা’ সিরিয়ালে। সেখানে বড় আরুর চরিত্রে দেখা যাচ্ছে নিপাকে। এখন খবর রয়েছে, এই মেগাতেই এই এন্ট্রি নেবেন ‘ইনসপেক্টর রুদ্র’ থুরি ফাহিম। মানে সেই নিপার মুখে আরও একবার শোনার সম্ভাবনা আছে, ‘রুদ্রদা আই লাভভভভভ ইউ’। শুধু এক্ষেত্রে চরিত্রের নামটা বদলে যেতে পারে। সত্যি কি ফাহিম আসছেন এই ধারাবাহিকে? আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছেন বরণের ‘রুদ্রিক’, কোন চ্যানেলে আসছে সুস্মিতের নতুন মেগা?
ইতিমধ্যেই ফাহিম কাজ করা শুরু করে দিয়েছেন ইচ্ছে পুতুল-এ। সেখানে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে মিঠাইয়ের এই হ্যান্ডসাম পুলিশ অফিসারকে। তাহলে কি ফাহিম একইসঙ্গে দুটি চ্যানেলে কাজ করবেন এবারে?