শেষ হচ্ছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু'। এমন খবর শোনা যাচ্ছিল বেশকিছুদিন ধরেই। আর আজ ২২ ফেব্রুয়ারি, শনিবার সিরিয়ালের শেষদিনের শ্যুটিং সেরে ফেললেন সিরিয়ালের নায়ক রুবেল দাস। বিশেষ সূত্রে এমনই খবর মিলেছে। শোনা যাচ্ছে, এবার থেকে আর 'নিম ফুলের মধু'র সেটে যাবেন না 'সৃজন' রুবেল। তাই মন খারাপ নায়কের।
শুধু রুবেল নন, 'নিম ফুলের মধু' শেষ হওয়ার খবরে মুখ ভার সিরিয়ালের দর্শকদেরও। তবে তাঁদের জন্য একটা সুখবরও রয়েছে। খুব শীঘ্রই নতুন সিরিয়ালের নায়ক হয়ে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা রুবেল দাস। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো শ্যুট করে ফেলেছেন তিনি। আর ২১ ফেব্রুয়ারি, শুক্রবারই হয়েছে সেই শ্যুটিং। হ্যাঁ, একদিকে ২১ তারিখ রুবেল যখন নতুন রূপে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন, ঠিক পরদিনই নিজের জনপ্রিয় সিরিয়ালের সেট থেকে বিদায় নিলেন অভিনেতা। বিষয়টা তাই ট্রাজিক তো বটেই।
দীর্ঘদিন ধরে একটা সিরিয়ালের সেটে কাজ করা, সহ-অভিনেতাদের সঙ্গে শ্যুটিং করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীদের সকলেই একপ্রকার এক পরিবার হয়ে ওঠেন। টানা কয়েক বছর একসঙ্গে কাটানোর পর সেই সেট ছাড়াটা যে কোনও কারোর পক্ষেই কষ্টের তো বটেই। সেক্ষেত্রে ২০২২-এর নভেম্বর থেকে 'নিম ফুলের মধু'র শ্যুটিং করছেন রুবেল দাস, তাই তাঁরও আজ চোখে জল। অবশেষে দর্শকদের ‘টাটা’ বলার অপেক্ষায় রয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুন-রান্না করলেন রুবেল! খেলেন শ্বেতা এবং পরিবারের সকলে, কী ছিল পিকনিকের মেনুতে?
আরও পড়ুন-ফাইনালের শ্যুটিং-এ ভীষণ টেনশন! মুক্তি পেতে সেটেই খেলতে শুরু করেন সারেগামাপা-র বিচারকরা
প্রসঙ্গত, একসময় TRP-তে পয়লা নম্বরেই থাকত ‘নিম ফুলের মধু’-র নাম। তবে সম্প্রতি বহুদিন ধরেই TRP- তালিকায় বেশ পিছিয়ে পড়েছে রুবেল-পল্লবীর এই ধারাবাহিক। আর সেকারণেই চ্য়ানেল কর্তৃপক্ষ এই সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নেন বলে খবর। যদিও অনেকেই মনে করেন এই সিরিয়ালের স্লট বদলই ছিল TRP পড়ে যাওয়ার অন্যতম কারণ। একসময় রাত-৮টায় সম্প্রচারিত হত ‘নিম ফুলের মধু’ পরে নতুন সিরিয়াল 'পরিণীতা'কে জায়গা করে দিতে সময় বদলে এই ধারাবাহিককে সন্ধ্যে ৬টায় আনা হয়। আর এরপরই ধীরে ধীরে পড়তে থাকে সিরিয়ালের TRP। অগত্যা তাই দর্শক দরবার থেকে বিদায় নিতেই হচ্ছে এই ধারাবাহিককে।
এদিকে জানা যাচ্ছে, শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে রুবেলকে। প্রসঙ্গত, নিম ফুলের মধুর পরিচালক-প্রযোজকও হলেন শ্রীজিৎ রায়। আরও একবার তাঁর সঙ্গেই কাজ করতে চলেছেন নায়ক। রুবেলের বিপরীতে দেখা যাবে মোহনা মাইতিকে। রুবেল-মোহনা দুজনেই টেলিপর্দার দর্শক মহলে বেশ জনপ্রিয়। তবে তাঁদের নতুন জুটি কতটা ম্যাজিক করতে পারে এখন সেটাই দেখার।