
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্যই বিয়ের ২০ বছর পার করলেন বলিউড তারকা রণিত রায়। আর তাঁদের এই বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তোলার জন্য এদিন তিনি ফের ছাদনাতলায় গেলেন। পুনরায় বিয়ে করলেন নিজেরই স্ত্রীকে। হ্যাঁ ঠিকই পড়লে ২০ তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী নীলমকে আবার বিয়ে করলেন রণিত। তাঁদের এই বিবাহ বাসর বসেছিল গোয়ার একটি মন্দিরে। দ্বিতীয়বার বিয়ে সেরেই নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি।
অভিনেতাকে এমন একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে যেখানে তাঁরা দুজন মিলে বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করছেন। এমনকি শুভদৃষ্টি করতেও দেখা যায় তাঁদের। ২০ বছর পর আবারও নতুন ভাবে বরের মুখ দেখার জন্য নীলম উতলা হয়ে উঠলে তাঁদের বিয়েতে হাজির সমস্ত অতিথিরা হেসে গড়িয়ে পড়েন।
আরও পড়ুন: 'দাদার থেকে ভালো সঞ্চালক...' দাদাগিরিতে বিশ্বনাথের পিঠ চাপড়ে দিলেন সৌরভ
আরও পড়ুন: বুদ্ধির খেল হোক বা ধুন্ধুমার অ্যাকশন, স্বমহিমায় ফিরল রাকা সেন, কেমন হল 'বোধন ২'?
দ্বিতীয় বিয়েতে রণিত রায় একটি সাদা শেরওয়ানি এবং লাল ওড়না পরেছিলেন। অন্যদিকে তাঁর স্ত্রী পরেছিলেন সম্পূর্ণ লাল রঙের একটি লেহেঙ্গা।
রণিত তাঁদের বিয়ের এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আমায় বিয়ে করবে? আবারও?' আরেকটি ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'আমাদের শপথগুলোকে আরও একবার ঝালাই করে নিচ্ছি।'
তাঁদের এদিন রীতি মেনে সাত পাকে ঘুরতে দেখা যায়। বাদ দেন না অন্যান্য রীতি পালন করতেও। বিয়ের শেষে উপস্থিত সকল গুরুজনদের থেকে আশীর্বাদ নেন তাঁরা। পরিশেষে স্ত্রীকে জড়িয়ে ধরে একটি চুমুও খান অভিনেতা। এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'দ্বিতীয়বার তো কী! হাজারবার তোর সঙ্গে এভাবেই বিয়ে করব।'
রণিতের এই পোস্টে ভাগ্যশ্রী লেখেন, 'ওরে বাবা। কী মিষ্টি। ভালো থেকো।' অহনা কুমরাও মন্তব্য করেন এই পোস্টে। বাদ যান না ভক্তরাও। এক ব্যক্তি লেখেন, 'কী মিষ্টি। খুব সুন্দর বিষয়। ভালো থেকো দাদা।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports