অভিনেত্রী রবিনা ট্যান্ডনের গাড়ি কাউকে ধাক্কা মারেনি! তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। উলটে উত্তেজিত জনতার হাতে হেনস্থার মুখে পড়তে হয় অভিনেত্রীকে, সেই হাড়হিম করা ছবি সামনে এসেছে সিসিটিভি ফুটেজে। আরও পড়ুন-সত্যি কি মদ্যপ ছিলেন রবিনা, গাড়ি ধাক্কা মারে ৩ জনকে? অবশেষে সামনে এল সত্যি ঘটনা
ভাইরাল হওয়া ভিডিয়োতে এক ব্যক্তি দাবি করেছেন, রবিনার গাড়ির চালক তাঁর মা'কে মারধর করেন। তাঁর দাবি, মা, বোন ও ভাইঝি হাউসিং সোসাইটির বাইরের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, সেই সময় রবিনার গাড়ির ড্রাইভার গাড়ি ঘোরাতে গিয়ে তাঁদের ধাক্কা মারে। তবে খার পুলিশ আধিকারিকের মতে, খারের যে বিল্ডিংয়ে ঘটনাটি ঘটেছে তার আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে মহিলারা অভিনেত্রীর গাড়ির কাছাকাছি ছিলেন তবে তারা এতে আঘাত পাননি।
রবিবার দিনভর এই ঘটনা নিয়ে চাপানউতোর চলার পর, রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি সংবাদের স্ক্রিনশট শেয়ার করেন রবিনা। সেখানে লেখা রয়েছে, মুম্বই জোন ৯-এর ডিসিপি জানান, অভিযোগকারী ভুয়ো অভিযোগ জানিয়েছিল। আধিকারিক আরও জানান, উত্তেজিত জনতা রবিনার গাড়ির চালককে ঘিরে ধরলে তাঁকে উদ্ধার করতে নেমে আসেন রবিনা।
রবিনা জনতার সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামার পর তাঁকে রীতিমতো গালিগালাজ করা হয়, ধাক্কা মারা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে রবিনাকে বলতে শোনা যায়, 'প্লিজ আমাকে মেরো না'। ওই ব্যক্তি দাবি করেছেন যে অভিনেত্রী মদ্যপ ছিলেন এবং গাড়ি থেকে নেমে মহিলাকে মারধর শুরু করেন। যদিও তা সম্পূর্ণ মিথ্যা।
রবিনা মদ্যপ ছিলেন না, জানিয়েছে পুলিশ। বিবাদের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই খার থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয়। পরে অবশ্য নিজেদের মধ্যে ব্যাপারটি মিটিয়ে নিয়ে কোনও অভিযোগ না করার সিদ্ধান্ত নেয় দুই পক্ষ।
রবিনাকে হেনস্থা করার ভিডিয়ো সামনে আসার পর অভিনেত্রীর অভিযোগ না জানানোর সিদ্ধান্তের সমালচনায় মুখর অনেকেই। এইরকম মিথ্য়া অভিযোগকারীদের শাস্তি হওয়া উচিত বলেই মনে করে তাঁরা।
একজন লেখেন, ‘দোষীদের আপনি ছেড়ে দিলেন, এবার ওঁরা অন্য কাউকে টার্গেট করবে, এটা অনুচিত কাজ’। আরেকজন লেখেন, ‘আপনি পুলিশে অভিযোগ করলেন না? ওরা তো আপনাকে রীতিমতো হেনস্থা করল, কেন?’ কী কারণে মিথ্যা অভিযোগ এবং হেনস্থার শিকার হওয়ার পরেও পুলিশে অভিযোগ না জানানোর সিদ্ধান্ত নিলেন রবিনা, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।