
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছবির শ্যুটিং শুরু হয়েও বদলে গেল নায়ক! বেশ কিছু দিন আগেই জানা গিয়েছিল এবার বইয়ের পাতা থেকে বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র ‘রাপ্পা রায়’। সেখানেই ‘রাপ্পা রায়’ হয়ে ধরা দেবেন সৌম্য মুখোপাধ্যায়। কিন্তু এবার খবর তিনি আর থাকছে না এই ছবিতে। হঠাৎ কেন বাদ পড়লেন সৌম্য? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা।
‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবিতে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্সের ‘রাপ্পা রায়’ হিসেবে ৩ ডিসেম্বর পরিচালক ধীমান বর্মনের পরিচালনায় ছবির কাজ শুরু করে দিয়েছিলেন সৌম্য। কিন্তু এর মাঝেই হল ছন্দপতন। রাতারাতি বদলে গেল ছবির নায়ক। কিন্তু কেন বাদ পড়লেন তিনি? আনন্দবাজার অনলানইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘গত এক মাস ধরে দিনরাত এক করে ‘রাপ্পা’র শ্যুটিং করেছি। তার পরেও কেন বাদ পড়লাম জানি না।’ রবিবার রাতে প্রযোজন সংস্থার পক্ষ থেকে তাঁকে লিখিত ভাবে এই খবর জানানো হয় বলে তিনি জানান।
আরও পড়ুন: ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সৌম্য? জানালেন অভিনেতা
প্রসঙ্গত, এই ছবিতেই 'রাপ্পা রায়' -এর চরিত্রে হয়ে ওঠার জন্য তিনি কীভাবে নিজেকে তৈরি করেছিলেন সে প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমাদের পরিচালক এই চরিত্রটা হয়ে ওঠার জন্য আমাকে একেবারে অন্যরকম একটা পদ্ধতি অবলম্বন করতে বলেছিলেন। প্রথমত, তিনি আমাকে কমিক্সটা বেশ কয়েকবার ভালো করে পড়তে বলেছিলেন। কারণ তাতেই গল্পের এসেন্সটা ভালো ভাবে বোঝা যাবে। তবে সেটা ছাড়াও আরও বেশ কয়েকটি বই পড়তে বলেছিলেন। যেমন 'ইতি তোমার মা' নামে একটি বই পড়তে বলেছিলেন। এই বইটা পড়ার কারণ দর্শকরা ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন। তাছাড়াও তিনি বেশ কিছু ছবি দেখার কথা বলেছিলেন। এর পাশাপাশি, ছবিতে আমার অ্যাকশনের কিছু দৃশ্য রয়েছে। এর আগে আমি কখনও বাংলা ছবিতে অ্যাকশনের দৃশ্য করিনি, এখানে সেটা করার সুযোগ পাবো। তাই আমি আরও বেশি এক্সাইটেড। সেটার জন্যও আলাদা করে একটা প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: ‘নাকের সামনে হাত দিয়ে দেখি নিঃশ্বাসটা…’, মাকে নিয়ে কেন এত উদ্বিগ্ন থাকেন দেব-বান্ধবী রুক্মিণী
তবে এত প্রস্তুতির পরও তিনি বাদ পড়লেন, তাঁর জায়গায় ছোটপর্দার 'ডোডোদা' অর্পণ ঘোষালকে এবার দেখা যাবে 'রাপ্পা রায়'-এর চরিত্রে। সৌম্যর বদলে তিনি এই কাজ করছেন, ফলে কোনও অস্বস্তি কী কাজ করছে তা মধ্যে? এই প্রসঙ্গে অভিনেতা আনন্দবাজার অনলানইকে জানান, তাঁর অস্বস্তি অন্য বিষয়ে। কারণ চরিত্র নিয়ে ভাবার বা কমিকটি পড়ার সুযোগ পাইনি সময় বা সুযোগ কোনটাই পেলেন না তিনি। তিনি পুরোপুরি নির্ভর করেছেন পরিচালক জুটি ধীমান ও প্রান্তিক গায়েনের উপর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports