২০১০ সালে বিয়ের পর্ব সেরেছিলেন অপর্না সেন কন্যা কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোরে। ভালবেসেই বিয়ে করেছিলেন একে অপরকে। তাঁদের একমাত্র ছেলে হারুন। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। পাঁচ বছর আলাদা থাকার পর ২০২০ সালে আইনি পথে হেঁটে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের।তবে দাম্পত্য সম্পর্কে প্রভাব ছেলের ওপর পড়তেই দেননি কেউই। ২০১১ সালে হারুনের জন্ম হয়। হারুনের বয়স এখন ১০ বছর। ছেলের দায়িত্ব যৌথভাবে ভাগ করে নিয়েছেন। রণবীরের কথায় বাবার কাছে এক সপ্তাহ এবং মায়ের কাছে এক সপ্তাহ করে থাকেন হারুন। ছেলেকে ভালো রাখাই তাঁদের একমাত্র উদ্দেশ্য বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, তাঁরা হারুনকে একই বাড়ি দিতে পারেননি। তবে একই পাড়া যেন দেওয়া যায় এবং প্রতিবেশি হওয়া যায় সেই চেষ্টাই করেছেন। হারুনের ওপর কোনো জোর করেননি তাঁরা। ‘লকডাউনে আমরা কেউই কাজ করছি না। ফলে এক সপ্তাহ ও আমার বাড়িতে থাকছে। এক সপ্তাহ থাকছে কঙ্কনার বাড়িতে’।