বিগত বেশ কয়েকদিনে রণবীর আল্লাহবাদিয়ার ইমেজ মাটিতে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি যে নিজের একটি ইমেজ তৈরি করেছিলেন, তা শেষ হয়ে যায় শুধুমাত্র একটি মন্তব্যের জেরে। সম্প্রতি অন্য এক ইউটিউবার তন্ময় ভাট রণবীরের বিরুদ্ধে আনলেন আরও এক অভিযোগ।
সম্প্রতি তন্ময় বলেন, একটি ফিটনেস মিম প্রতিক্রিয়া ভিডিয়ো তৈরি করার চিন্তা ভাবনা করেছিলাম। এই ভিডিয়োয় সহযোগিতা করার জন্য রণবীরকে আমন্ত্রণ জানিয়েছিলাম । কিন্তু বারবার মেসেজ করা সত্ত্বেও তিনি একবারও উত্তর দেননি।
আরও পড়ুন: 'হাইব্রিড মায়েস্ট্রো' বলে কটাক্ষ সৃজিতের, জবাবে রাম কমল বললেন, 'এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম'
আরও পড়ুন: ‘পাকা বাচ্চা…’ ! ফাইনালে পৌঁছেই সারেগামাপা-র বিচারকদের নকল ৭ বছরের অনীকের
তন্ময় আরও বলেন, বিতর্কের মাত্র দুই সপ্তাহ আগেই রণবীরকে আমি মেসেজ করেছিলাম। মজা করে বলেছিলাম, চলো একটি ফিটনেস মিমের ওপর রিয়াক্ট-এর ভিডিয়ো তৈরি করি। কিন্তু কোনও উত্তর পাইনি। ওর সঙ্গে যে ঠিক কী হচ্ছে জানি না।
তন্ময়ের সঙ্গে এর আগে কাজ করেছেন রোহন জোশি, কৌস্তব আগরওয়াল, পীযূষ শর্মা, রবি গুপ্তের মতো একাধিক স্ট্যান্ড আপ কমেডিয়ানরা। মজার বিষয় হল, এই স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে রোহন, কৌস্তুভ এবং রবি সময় রায়নার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন: ড্যাবড্যাব করে দেখছে যিশুকে, পাশ থেকে উঁকি সৌরভের, অভিনেতার কোলে এই বাচ্চাটি কে?
প্রসঙ্গত, সময় রায়নার শো ইন্ডিয়ান গট ল্যাটেন্ট অনুষ্ঠানে এসে বিপাকে পড়ে যান রণবীর। বাবা মার যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে সকলের ক্ষোভের শিকার হতে হয় তাঁকে। গত সোমবার মহারাষ্ট্র সাইবার আধিকারিকরা প্রায় দু'ঘণ্টা টানা জেরা করেন রণবীরকে। অফিসারদের সামনে নিজের ভুল স্বীকার করে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন রণবীর।