র রাস্তায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাখি সাওয়ান্ত। দিব্যি চলছিল প্রশ্নোত্তর পর্ব। রাখিকে দেখে তাঁর চারপাশে টুকটাক ভিড়ও জমছিল। এমন সময় রাখি খেয়াল করেন তাঁকে অনেকক্ষণ ধরে জরিপ করে চলেছেন এক ব্যক্তি। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অস্বস্তি বোধ করায় শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সোচ্চার হন রাখি। তিনি যে বেশ বিরক্তই হয়েছেন তা বোঝা গেল রাখির কথাতেই। গলা চড়িয়ে সেই ব্যক্তির উদ্দেশে তিনি বলে ওঠেন,'ও কাকু, যাও না এখন থেকে! দেখতে পাচ্ছ না আমার ইন্টারভিউ চলছে। আর এমন করে দেখছো কেন আমাকে? কোনওদিন মেয়ে দ্যাখোনি নাকি?' গোটা ঘটনাটার ভিডিও প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। রাখির এহেন মূর্তি দেখে এরপরেই সেই ব্যক্তি তড়িঘড়ি করে নিজের বাইক চালানো শুরু করে। তা দেখে গলা হাঁকিয়ে রাখি বলে ওঠেন গাড়ি আস্তে চালাতে। সাবধানবাণীর সঙ্গে রাখির মন্তব্য, ' যাও যাও,ঠিক করে গাড়ি চালায়। আমাকে না দেখে নজরটা রাস্তায় রাখো!' বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার আগে 'অভিযুক্ত' অবশ্য পাল্টা জবাব দিয়েছেন রাখিকে। ওই ব্যক্তি বলে ওঠেন,' আমার যদি এবার গাড়ি দুর্ঘটনা হয়,তবে তার জন্য দায়ী থাকবেন আপনিই!'ওই সাক্ষাৎকারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্ল ভি পুরির গ্রেফতারের বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন রাখি। প্রসঙ্গত, পার্লের বিরুদ্ধে অভিযোগ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তিনি গনধর্ষণে সামিল হয়েছেন, তাও আবার এক নাবালিকার। আপাতত পার্লের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারায় ও পসকো আইন অনুসারে মামলা চালানো হয়েছে। রাখি জানান যে যদি স্বয়ং ঈশ্বর এসেও পার্লের সম্পর্কে এই অভিযোগ তোলেন তাও বিশ্বাস করবেন না রাখি। রাখির কথায়, 'পার্ল একজন ভীষণ ভদ্রসভ্য ব্যক্তি। আমি নিজে ওঁর সঙ্গে কাজ করেছি। কাজটুকু ছাড়া মেয়েদের দিকে চোখ তুলে দেখে না পর্যন্ত পার্ল। কে জানে এই কেসে টাকাপয়সা কিংবা ব্ল্যাকমেল -এর মতো কোনও বিষয় জড়িয়ে আছে কি না!'