মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর পালা। ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। তার আগে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে হাজির শিক্ষিকারা। পরীক্ষার্থীদের জন্য দিলেন লাস্ট মিনিট সাজেশন! শেষ মুহূর্তে কী কী বিষয়ের উপর জোর দেওয়ার কথা বললেন দিদিমনিরা?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে উঠে আসা প্রমোয় দেখা যাচ্ছে, ইংরাজির শিক্ষিকা মিঠু দে দেবনাথ বললেন, 'দ্য প্রপোজাল' বলে একটা ড্রামা থেকে 'লোমভ' চরিত্রটি এবার আসবেই আসবে। বাংলার শিক্ষিকা বিদিশা ভট্টাচার্য বলেন, ‘এবার ভীষণ গুরুত্বপূর্ণ ভারতবর্ষ গল্পে বৃদ্ধার চরিত্র আসবেই।’রসায়নের শিক্ষিকা সুতপা রায়ও তাঁর বিষয়ের সাজেশন দেন। ইতিহাসের শিক্ষিকা বর্ণালী রুজ নিজের মতো করে মজা করে বলেন, ‘ইতিহাসের কিছু সাজেশন দিচ্ছি, 'প্রত্যেকে খাতা পেন বার করে বসে পড়ো…’। তাঁর কথায় হেসেও ফেলেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই প্রোমো ভিডিয়োর নিচে কমেন্টের বন্য বয়েছে। একজন মজা করে বলেছেন, ‘আমাদের সময় এমন সাজেশন পাই নি বলিই..HS-এ টপার হতে পারলাম না’। কেউ আবার নির্মাতাদের আক্রমণ করে লিখেছেন, ‘আপনাদের কি খেয়েদেয়ে কাজ নেই?’ কেউ ইংরাজি শিক্ষিকার সাজেশনের সঙ্গে সহমত প্রকাশ করে লেখেন, ‘আমাদেরও Lomov এর চরিত্র এসেছিলো আর আমি শুধুমাত্র ওটাই পড়ে গেছিলাম। বাবা যা সাজেশন দিয়েছিলো সব এসেছিলো’। কেউ আবার বলেছেন, ‘এবার ইউনিক জিনিস হয়েছে, এবার ভালোই টিআরপি আসবে।’
আবার অনেকেই লিখেছেন, ‘এটাই দেখা বাকি ছিল’ আরও একজন লেখেন আমাদের বেলায় কেউ এমন সাজেশন দেননি। কারোর দাবি, ‘পরীক্ষার সময় দিদি নম্বর ওয়ান দেখার এটা সেরা বাহানা হবে ছাত্র-ছাত্রীদের কাছে।’ এক ছাত্রী লিখেছেন, ‘আমি উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী, অপেক্ষায় থাকলাম, এটার সম্প্রচার দেখার জন্য।’