বাংলা নিউজ > বায়োস্কোপ > Puja Banerjee: পরন্ত সূর্যালোকে গোয়ায় ক্রুজ পার্টিতে মজে পূজা-কুণাল, তখন কী করছিল তাঁদের সাড়ে ৩ বছরের ছেলে? দেখুন…
করোনা কালেই আইনি বিয়ে সেরেছিলেন। তারপর ২০২২ সালে গোয়াতে ধুমধাম করে তাঁদের সামাজিক বিয়ে সেরেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মা। আর এবার আরও একবার সেই গোয়াতেই বেড়াতে গিয়েছেন পূজা ও কুণাল। এবার তাঁদের সঙ্গী তাঁদের সাড়ে ৩ বছরের ছেলে।
শুধুই কী বেড়াতে যাওয়া! সূর্যাস্তের সময় ক্রুজ পার্টি করতেও দেখা গেল পূজা ও কুণালকে। সেই পার্টিতে অফ-শোল্ডার সাদা ড্রেসে দেখা গেল পূজাকে। ক্রুজের গায়ে হেলান দিয়ে একসঙ্গে সূর্যাস্ত দেখতেও দেখা গেল পূজা ও কুণালকে। আবার কখনও সুন্দরীদের সঙ্গে জমিয়ে নাচলেন কুণল, উঠল ওয়াইনর ফোয়ারা। ঠিক তখন, কী করছিল তাঁদের সাড়ে তিন বছরের ছেলে কৃশব?
আরও পড়ুন-‘মানুষ ইতিহাসকেও আজ অপপ্রচার বলছে’, দুঃখ পেয়েছেন রাইমা, দিদা সুচিত্রার কথা উঠতেই বললেন…