সায়ন্ত মোদকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু বছর আগে। বর্তমানে শুভ্রজিতের বাগদত্তা তিনি। কিন্তু সম্প্রতি কিরণ প্রাক্তনের নামে একগুচ্ছ অভিযোগ এনে মুখ খুলতেই তাঁর পাশে দাঁড়িয়েছেন দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কা। জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথাও। এবার একেবারে একটি অজানা কথা এদিন প্রকাশ্যে এনে সায়ন্তকে একহাত নিলেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'কমরেড' অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের, কী লিখলেন?
কী ঘটেছে?
দেবচন্দ্রিমার মতো প্রিয়াঙ্কা মিত্র এদিন তাঁর অতীত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলে একটি ভিডিয়ো বানান। সেখানেই তিনি জানান কেবল তাঁর বা তাঁর প্রেমিকের নামে খারাপ কথা নয়, তাঁর মায়ের নামেও কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন সায়ন্ত। সেই বিষয়ে এদিন ভিডিয়োতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, 'আপনি এতদিন আমাকে নিয়ে বলেছেন, আপনার কাছের বন্ধু বান্ধবদের নিয়ে বলেছেন যে তারা নোংরা, তারা এই, তারা সেই। বেসিক্যালি তো আপনি নোংরা সেটা আপনার স্বীকার অসুবিধা হয় বলে আপনি অন্যদের নোংরা বলেন। আমার মা, আপনি কী বলেছেন তাঁকে নিয়ে? তখন তো আমরা সম্পর্কতে ছিলাম। মানে সো কল্ড সম্পর্কে ছিলাম। আমার মা আপনাকে মাঝেমধ্যে গুড মর্নিং মেসেজ পাঠাত বলে আপনি আপনার বন্ধুবান্ধবদের বলেছেন যে মায়ের সঙ্গে সম্পর্কে আছি না মেয়ের সঙ্গে সেটা বোঝা যাচ্ছে না। শুধু মাত্র গুড মর্নিং মেসেজ পাঠাত বলে এটা বলেছেন, আপনি কি সিরিয়াস? মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে?'
এরপর অভিনেত্রী রীতিমত শাসানি দিয়ে সায়ন্তর উদ্দেশ্যে বলেন, 'আপনাকে আমি শেষ বার বলছি, আপনি যদি আর আমার, আমার কোনও কাছের মানুষ, বাবা মাকে নিয়ে কথা বলেন তাহলে আমি কিন্তু আপনার বাড়ি চিনি হ্যাঁ, গিয়ে একদম জিভ টেনে ছিঁড়ে দিয়ে আসব।'
প্রসঙ্গত দেবচন্দ্রিমা অন্যদিকে জানিয়েছেন তিনি সায়ন্তর নামে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে তিনি জানিয়েছেন, 'হ্যালো এভরিওয়ান। গতকাল আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে টক্সিক বক্স (সায়ন্তর চ্যানেলের নামের অপভ্রংশ, তাঁর চ্যানেলের আসল নাম কনফিউজড বক্স) কিরণের ড্রোন এবং মাইক ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেবে। কিন্তু একটা গোটা দিন পেরিয়ে যাওয়ার পরও সে কিছু করেনি। এখান থেকেই বোঝা যাচ্ছে সে শান্তিপূর্ণ ভাবে কিছু করবে না, সমস্যা মেটাবে না। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি ওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। একটা আইনি নোটিশ পাঠাব যাতে ওর চ্যানেল থেকে আমার সমস্ত ভিডিয়ো ডিলিট করে দেওয়া হয়। এবং আমায় যেন মালদ্বীপের টাকা ফেরত দেয়। দেখা যাক এরপর কী হয়।'