Priyanka Chopra: একটি বিউটি ব্র্যান্ডের প্রচারের জন্য লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা। সদ্য সোনালি ঝলমলে গাউনে ধরা দিয়েছেন দেশি গার্ল। এই দেশি গার্লকে দেখে চোখ ধাঁধিয়েছে নেটিজেনের।
ঝলমল গাউনে প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের পাশাপাশি হলিউডের কাজ করেছেন দেশি গার্ল। আন্তর্জাতিক আঙিনায় পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয় পরিসরে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে তাঁর।
একটি বিউটি ব্র্যান্ডের প্রচারের জন্য লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা। সদ্য সোনালি ঝলমলে গাউনে ধরা দিয়েছেন দেশি গার্ল। পোশাকের সঙ্গে বাড়তি সৌন্দর্যের জন্য সাদা ওভার কোট নিয়েছেন। এই পোশাকে বেশ বোল্ড লুকে দেখা মিলেছে নায়িকার। তাঁর লাস্যের ছটায় মুগ্ধ ভক্তার। দেশি গার্লকে এই লুকে দেখে নেটমাধ্যমে প্রশংসার বন্যা।
প্রিয়াঙ্কাকে দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘সুন্দর একটি ছোট শব্দ, আজ রাতে তাঁকে কতটা সুন্দর দেখাচ্ছে ভাষায় প্রকাশ করতে পারছি না।’ অপর এক নেটিজেন যোগ করেছেন, ‘ও খুব সুন্দরী।’ কেউ লিখেছেন, ‘আমাদের দেশি ক্লিওপেট্রা।’ অন্য একজন মন্তব্য, ‘চমৎকার। খুব সুন্দর হাসি ওর।’ প্রিয়াঙ্কা চোপড়া মজাদার লন্ডন ভ্রমণের ঝলক শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।