শক্রবার ভোরে হঠাৎই মুম্বইতে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। তবে দেশি গার্ল-এর সঙ্গে ছিলেন না বিদেশি জামাইবাবু, কিংবা তাঁদের মেয়ে। প্রিয়াঙ্কা একাই এসেছেন। তবে হঠাৎ কেন মুম্বইতে? এরপরই খোঁজ নিয়ে জানা যায় আসল কারণ। জানা যায়, ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের জন্যই এদেশে এসেছেন প্রিয়াঙ্কা।
২৩ অগস্ট শুক্রবার রাতেই সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়। রিসেপশনে দিদি প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন মা মধু চোপড়া, কাকিমা রীনা চোপড়া (পরিণীতির মা), পিসতুতো বোন মান্নারা চোপড়া সহ পরিবারের অন্যান্যরা। এক্কেবারে ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়েটা সারেন সিদ্ধার্থ-নীলম। তবে এই অনুষ্ঠানে দেখা যায়নি নিক জোনাস ও প্রিয়াঙ্কা-নিকের মেয়ে মালতী মেরি জোনাসকে।
ইতিমধ্যেই সিদ্ধার্থ-নীলমের বাগদান ও বিয়ের বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যার মধ্যে একটিতে নব-দম্পতিকে বাগদানের আংটি হাতে পোজ দিতে দেখা যায়। আবার বাগদান পর্ব শেষে দিদি প্রিয়াঙ্কার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় সিদ্ধার্থ ও নীলমকে। কখনও আবার শাশুড়ি মা মধু চোপড়ার চুল ঠিক করে দিতে দেখা যায় নতুন বউমা নীলমকে। কখনও আবার নাচতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থকে আনন্দে মাতৃসম এক মহিলাকে কোলে তুলে নিতেও দেখা গেল। ভিডিয়োতেই স্পষ্ট বেশ আনন্দ-উচ্ছ্বল হয়েই অনুষ্ঠান উদযাপন করেছেন সিদ্ধর্থ-নীলম।
বিয়ের অনুষ্ঠানের পর একটা রিসেপশন পার্টিরও আয়োজন করেছিল চোপড়া পরিবার। সেখানেও সেজেগুজে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন মুক্তর গয়না। ছেলের রিসেপশনে মঞ্চে উঠে কথা বলতে গিয়ে আবেগে প্রিয়াঙ্কার মা মধু চোপড়়ার চোখে জল এসে যায়।
প্রসঙ্গত, গত এপ্রিলে দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সেরেছিলেন প্রিয়ঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া ও নীলম উপাধ্যায়। এবার না এলেও সেই অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন জিজু নিক জোনাস ও প্রিয়াঙ্কা কন্যা মালতী মেরি।