ব্যস্ততা থেকে এখন একটু দূরে দীপিকা পাড়ুকোন। শরীরে বেড়ে ওঠছে একটা প্রাণ। ৩৭ বছরে সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। বাড়তি সাবধানী প্রেগন্যান্ট নায়িকা। এর মাঝেই শুক্রবার গভীর রাতে নিজের ইনস্টাগ্রাম ফ্যামিলির জন্য একটি ছবি পোস্ট করলেন দীপিকা। আরও পড়ুন-অক্ষয়ের বড়ে মিঁয়া ছোটে মিঁয়ার কাছে ২-০ পিছিয়ে অজয়! ২য় দিনে মাত্র ২.৭২ কোটিতে আটকে গেল ময়দান
সেখানে পিছন ফিরে তাকিয়া রয়েছেন অভিনেত্রী। পিঠ জুড়ে কালশিটের মতো দাগ, প্রথমবার দেখলে শিউরে উঠতে হয়! আরেকটু খেয়াল করলে স্পষ্ট হয় গোটা ব্যাপারটা, এটা কালশিটে নয় বরং দীপিকার দুধসাদা পিঠের রোদে পুড়ে এমন হাল হয়েছে। ছবিতে ডেনিমের হাফহাতা পোশাকে দেখা যাচ্ছে দীপিকাকে, টেনে বাঁধা চুল, কাঁধে সাদা রঙের ঝোলা ব্যাগ। দীপিকার মুখের হাসির ঝিলিক স্পষ্ট। বেবিমুনে বউয়ের এই মিষ্টি ছবিটি ক্লিক করেছেন রণবীর।
এই ছবির ক্যাপশনে একটা শব্দও খরচ করেননি দীপিকা। শুধু সূর্য আর সমুদ্রের ইমোজি জুড়ে দিয়েছেন। তাতেই স্পষ্ট নায়িকার মনের ভাবনা। দীপিকার পিঠের এই সান-ট্যান দেখে হয়রান তাঁর অনুরাগীরা। দীপিকার পোস্ট মানেই তাতে রণবীরের আদুরে মন্তব্য মাস্ট। এবারও পিছিয়ে থাকলেন দীপিকার স্বামী। কমেন্ট বক্সে রণবীর দীর্ঘশ্বাস ফেলে লেখেন, ‘কেউ আমাকে ধীর গতির জীবনে ফিরিয়ে নিয়ে চলো’।