মাতৃত্বের গুরু দায়িত্ব সামলে পর্দায় ফের ধুমধাম মাচাতে তৈরি বলিউডের পাহাড়ি কন্যা ইয়ামি গৌতম। অভিনেতা প্রতীক গান্ধীর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেত্রী। সোমবার প্রকাশ্যে এল ধুম ধামের ট্রেলার, যার মধ্যে রয়েছে অ্যাকশন-প্যাকড অ্যাডভেঞ্চারের ভরপুর ডোজ। গল্পটি একটি নববিবাহিত দম্পতিকে ঘিরে, যাদের ফুলশয্যার রাতে এন্ট্রি নেয় একদল গুণ্ডা। চার্লির খোঁজে চালাচ্ছে তারা, বরকে গান পয়েন্টে রেখে ডন এজাজ খানের প্রশ্ন, ‘চার্লি কোথায়?’ বরকে বাঁচাতে বন্দুক নিজের হাতে তুলে নিয়ে এলোপাথাড়ি গুলি চালান ইয়ামি। যা দেখে হতভম্ব বর! তারপর?
ধুম ধামের ট্রেলার
গুলি চালানোর পর হোটেলের বারান্দা থেকে সোজা নীচে ঝাঁপ দেয় কোয়েল (ইয়ামি অভিনীত চরিত্র)। বউয়ের এই দুঃসাহসিক কারনামা দেখে কার্যত বাকরুদ্ধ বীর (প্রতীক গান্ধী)। এরপর গাড়ি নিয়ে পালানোর চেষ্টায় নবদম্পতি। কিন্তু এই ইঁদুর দৌড়ে জেতা মোটেই সহজ নয়। কারণ পিছনে গুণ্ডা-বাহিনীর বিরাট দল। কখনও নাইটক্লাব, কখনও রেলস্টেশন সর্বত্রই চলছে গুলি। তবে এই অ্যাকশনের মাঝেই রয়েছে হাস্যরস আর রোম্যান্সের ককটেলও। কোয়েল চরিত্রটি আসলে রহস্যময়ী তা স্পষ্ট। সে কথায় কথায় গালি দেয়, গুলি চালায়। সঙ্গে বরকে হুমকিও দেয়। অন্য মেয়ের দিকে তাকানো তো দূর, কারুর ফেসবুকের ডিপি-তেও নজর দেওয়া যাবে না! চার্লি কোথায় বা চার্লি কে? সেই প্রশ্নের উত্তরও খুব সম্ভবত তাঁর কাছে রয়েছে। ট্রেলারের শেষদৃশ্যে এন্ট্রি নেন প্রতীক ব্ববর। হোটেল রুমে ইয়ামিকে দেখে তাঁর প্রশ্ন, ‘পালিয়ে এসেছো তো আমার কাছে নিজের বোরিং, বেরঙিন বরকে ফেলে?’ তখনই ইয়ামির পিছনে দেখা মেলে প্রতীক গান্ধীর। একটা বাক্যও খরচ না করে সোজা প্রতীক বব্বরের উপর চড়াও হন ইয়ামি।
ঋষভ শেঠ পরিচালিত এই ছবিটি বি৬২ স্টুডিওর আদিত্য ধর ও লোকেশ ধর প্রযোজিত এবং জিও স্টুডিওর জ্যোতি দেশপাণ্ডের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে।
কোয়েল সম্পর্কে কথা বলতে গিয়ে ইয়ামি শেয়ার করেছেন, ' আপনি আগে পর্দায় দেখেছেন এমন প্রচলিত 'বউ'-এর চরিত্র থেকে একদম আলাদা কোয়েল, স্টেরিওটাইপ নয় সে। আমি নিশ্চিত যে আজ অনেক মেয়ে তার সাথে সংযোগ স্থাপন করবে। 'ধুম ধাম'-এর এই চরিত্রে অভিনয় করে আমি ভীষণ উপভোগ করেছি'।
প্রতীক গান্ধী অর্থাৎ কোয়েলের স্বামী বীর জানান, ‘বীরের চরিত্রে অভিনয় করা আমার জন্য একটি রিফ্রেশিং অভিজ্ঞতা ছিল। আমি এই ভূমিকায় অভিনয় করতে পছন্দ করেছি কারণ সাধারণ রম-কমের নায়ক নয়- সে দুর্বল, ভীরু’।
ছবিটি ১৪ ফেব্রুয়ারি সরাসরি নেটফ্লিক্সে মুক্তি পাবে।