২২ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেল দুটি বাংলা ছবি। একদিকে আছে দেবের প্রধান অন্যদিকে মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা। দুটি ছবিই ইতিমধ্যেই দর্শকদের থেকে দারুণ সাড়া পেতে শুরু করেছে। কিন্তু সপ্তাহান্তের ব্যবসার নিরিখে এগিয়ে কে?
প্রধান ভার্সেস কাবুলিওয়ালা
টলি বাংলা বক্স অফিসের তরফে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় টিকিট বিক্রির নিরিখে প্রধান এগিয়ে রয়েছে কাবুলিওয়ালার থেকে। তাঁদের করা টুইট অনুযায়ী, 'গত ২৪ ঘণ্টায় বাংলায় টিকিট বুকিং: প্রধানের ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। কাবুলিওয়ালার ৬.১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে।' তাঁরা এই তথ্য বুক মাই শো থেকে সংগ্রহ করেছেন বলেও জানিয়েছেন পোস্টে।
আরও পড়ুন: 'বাংলায় স্টাররাই লড়ে, আর দক্ষিণে...' শনিবারের বিকেলে দর্শকদের 'ক্লাস' নিলেন অঙ্কুশ, শেখালেন কী?
আরও পড়ুন: 'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?
কাবুলিওয়ালা প্রসঙ্গে
কাবুলিওয়ালা ছবিটিতে নতুন করে রবি ঠাকুরের জনপ্রিয় ছোট গল্পকে তুলে আনা হয়েছে। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে রহমতের চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তী। মিনির চরিত্রে রয়েছে ছোট্ট অনুমেঘা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, কাঞ্চন মল্লিক, গুলশানারা খাতুন প্রমুখকে।
আরও পড়ুন: 'আমার সামনেই হস্তমৈথুন করেন', ভিন ডিজেলের নামে শ্লীলতাহানির অভিযোগ প্রাক্তন সহকারীর, ১৩ বছর পর করলেন কেস
প্রধান প্রসঙ্গে
দেব অভিনীত এই ছবিটিও ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এখানে তিনি ছাড়াও আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সৌমিতৃষা কুণ্ডু, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। এখানে উঠে এসেছে ধর্মপুর নামক একটি ছোট্ট গ্রামের কথা যেখানকার পুলিশ অফিসার হিসেবে বদলি হয়ে যাবেন দেব। ওরফে দীপক প্রধান। ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ সেন।