Pori Moni Divorce-Shariful Razz: ‘এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করে গেল’, স্বামী রাজকে ‘ভয়ঙ্কর মানুষ’ বলে কটাক্ষ পরীমনির।
রাজকে ডিভোর্স দিচ্ছেন পরীমনি
জল্পনাই সত্যি! দু-বছর যেতে না যেতেই পাঁচ নম্বর বিয়েও টিকলো না পরীমনির। বুধবার সকালেই বাংলাদেশের সংবাদমাধ্যমে রাজকে পরীমনির বিচ্ছেদ নোটিশ পাঠানোর খবর চাউর হয়ে যায়। বুধবার মধ্যরাতে সেই জল্পনায় শিলমোহর দিলেন নায়িকা। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শরীফুল রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন অভিনেত্রী। পরীমনির দাবি, তাঁর সঙ্গে স্বামী যে আচরণ করেছে তাতে রাজের জেলে যাওয়া উচিত। আরও পড়ুন-ক্যামিওর নামে ‘জওয়ান’-এর লাইমলাইট কেড়েছেন দীপিকা! শাহরুখের উপর ক্ষুব্ধ নয়নতারা?