অনুপ্রবেশকারীর মতো আচরণ! আমেরিকায় ঢোকার সময় বাধা, হেনস্তার মুখে পড়তে হল পার্বতী বাউলকে। যার জেরে বাতিল হল তাঁর আমেরিকার সানফ্রান্সিসকোয় আয়োজিত তাঁর কনসার্ট। গোটা ঘটনায় ফেসবুকের পাতায় ক্ষোভ উগরে দিয়েছেন পার্বতী বাউল।
ফেসবুকের পাতায় কী লিখেছেন পার্বতী বাউল?
‘প্রিয় বাউল অনুরাগী’-দের উদ্দেশ্যে খোলা চিঠিতে পার্বতী বাউল লিখেছেন, ‘আপনারা অনেকেই জানেন, জর্জ ব্রুকসের সঙ্গে আমাদের সান ফ্রান্সিসকোর কনসার্টটি বাতিল করতে হয়েছে, যা মূলত রবিবার ১৮ মে সন্ধ্যা ৭ টায় হওয়ার কথা ছিল। কারণ পার্বতী মাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভারতে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু আমরা এখনও আপনাদের সকলের (এবং আরও অনেকের) সঙ্গে একত্রিত হতে চাই। তাই দয়া করে আগামীকাল (সোমবার) জুমের মাধ্যমে কিছু সঙ্গীত পরিবেশন করব। দয়া করে আমাদের সঙ্গে যোগ দিন।’
পার্বতী বাউল আরও জানান, তিনি অনুষ্ঠানের সময় সোমবার (১৯ মে) সকাল ৮:৩০ তে পিছিয়ে দিচ্ছেন। যা ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ৮টা। আর এই অনুষ্ঠানটি বিনামূল্যে এবং সকলের জন্য উন্মুক্ত বলেও জানান তিনি।