বাংলা নিউজ > বায়োস্কোপ > সুন্দরবনের গাইড থেকে 'বনবিবি' হয়ে ওঠার গল্প নিয়ে পর্দায় ফিরছেন পার্নো

সুন্দরবনের গাইড থেকে 'বনবিবি' হয়ে ওঠার গল্প নিয়ে পর্দায় ফিরছেন পার্নো

'বনবিবি'-র শ্যুটিংয়ে পার্নো মিত্র।

সক্রিয় রাজনীতি থেকে বর্তমানে বেশ কিছুটা দূরেই রয়েছেন পার্নো মিত্র। ফের একবার রুপোলি পর্দাতেই দেখা যাবে তাঁকে। সৌজন্যে, পরিচালক রাজদীপ ঘোষের ছবি 'বনবিবি'।

সক্রিয় রাজনীতি থেকে বর্তমানে বেশ কিছুটা দূরেই রয়েছেন পার্নো মিত্র। ফের একবার রুপোলি পর্দাতেই দেখা যাবে তাঁকে। সৌজন্যে, পরিচালক রাজদীপ ঘোষের ছবি 'বনবিবি'। যদিও এই ছবিকে তাঁর 'কামব্যাক' কিংবা 'ফেরা' বলতে আপত্তি রয়েছে পার্নোর। তাঁর যুক্তি, 'করোনাকালে পুরো ইন্ডাস্ট্রি তো বন্ধ ছিল। কাজ কোথায় হচ্ছিল? আর আমার তো একাধিক ছবি এখনও মুক্তির অপেক্ষায়। করোনার জন্যই সেসব ছবি মুক্তির তারিখ পিছিয়েছে। তাছাড়া যখন যে কাজটা করি মন দিয়ে করি। রাজনীতি যখন করেছি সেইসময় অভিনয় করার সময় কোথায় ছিল?'

ফেরা যাক 'বনবিবি' প্রসঙ্গে। সুন্দরবনের লোকগাথা ও তার বিভিন্ন চরিত্রকে বর্তমানের সামাজিক প্রেক্ষাপটে এই ছবিতে তুলে ধরবেন পরিচালক। সহজ কথায় সুন্দরবনের বহুল প্রচলিত বনবিবি ও দক্ষিণ রায়ের লোকগাথাকে কেন্দ্র করেই এই ছবি। 'বনবিবি' ছবিতে একজন বিধবার চরিত্রে দেখা যাবে পার্নোকে। আরও ভালো করে বললে বাঘ-বিধবা। বাঘ বিধবা অর্থাৎ যাঁর স্বামীকে বাঘে খেয়েছে। ছবিতে পার্নোর অভিনীত চরিত্রের নাম রেশম। কীভাবে 'দক্ষিণ রায়'-এর সঙ্গে লড়াই করে 'বনবিবি' হয়ে উঠল 'রেশম' তা নিয়েই এই ছবির গল্প।

'বনবিবি' প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পার্নো জানান যে এই ছবির প্রস্তাব পেয়ে প্রথম থেকেই আগ্রহী হয়েছিলেন তিনি। তাঁর প্রথম কারণ, এই ছবির গল্প ও চিত্রনাট্য। অভিনেত্রীর কথায়, 'সুন্দরবনের প্রেক্ষাপটে বনবিবি লোকগাথাকে যেভাবে এই ছবির চিত্রনাট্যে বাঁধা হয়েছে তা শুনে চমকে উঠেছিলাম। আমি নিশ্চিত এ ধরনের বিষয় নিয়ে টলিউডে আগে কাজ হয়নি। তার ওপর রেশম চরিত্রটির যেভাবে উত্তরণ ঘটেছে এই ছবিতে তা যেন কোথাও নারীবাদের জয়গান গেয়েছে। তাছাড়া চিত্রনাট্য পড়েই বুঝেছিলাম রেশমের সঙ্গে বেশ কিছু ব্যাপারে আমারও যথেষ্ঠ মিল রয়েছে।বাস্তবে আমি গড়িয়াহাট এবং রেশম চরিত্রটি সুন্দরবনে থাকলেও দু'জনেই ভীষণভাবে নারীবাদে বিশ্বাসী'। 

'বনবিবি'-র সেটে পার্নো। (ছবি সৌজন্যে - রণিত সরকার)
'বনবিবি'-র সেটে পার্নো। (ছবি সৌজন্যে - রণিত সরকার)

সামান্য থেমে পার্নো আরও বলেন, 'এই ছবি আদতে নারী সংগ্রামের গল্প, সব প্রতিকূলতা ছাপিয়ে তাঁদের জয়ী হওয়ার গল্প। নারীদের উদ্দেশে সমাজের চাপিয়ে দেওয়া নানান 'নিয়ম' এর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছোড়ার কথাই তুলে ধরবে 'বনবিবি'। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের এক যুবতী বিধবা 'রেশম' কীভাবে সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে ফের ভালোবাসার স্বপ্ন দেখার পাশাপাশি অন্য নারীদেরও উত্তরণের পথ দেখায় সেসব উঠে আসবে এই ছবিতে'। প্রসঙ্গত, পেটের দায়ে সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করে রেশম । পর্যটকদের সুন্দরবন ও তার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখায় সে। সঙ্গে গ্রামের ছোট ছোট শিশুদের শিক্ষিত ও সাহসী করে তোলার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে 'রেশম'।

ছবিতে মুম্বই খ্যাত বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য অভিনীত চরিত্র 'জাহাঙ্গীর' এর বিরুদ্ধেই অস্তিত্বের লড়াইয়ে নামবেন পার্নো। দুঃসাহসী ও খুনে এই জাহাঙ্গীর বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছিল বলে গোটা সুন্দরবনের অধিবাসীদের কাছে তাঁর পরিচিতি 'খোঁড়া বাদশাহ' নামে। এহেন জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াইয়ে নেমে তাঁর কায়েম করা তন্ত্র-এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় 'রেশম'। তাঁর অভিনীত 'রেশম' এর সঙ্গে 'জাহাঙ্গীর'-এর টক্করই ছবির অন্যতম উপজীব্য।শেষপর্যন্ত সে কী সফল হবে? তা নিয়েই এগোবে 'বনবিবি'-র গল্প।

উঠল রাজনীতির প্রসঙ্গও। আপাতত রাজনীতি সম্পর্কিত কোনও ব্যাপারে মন্তব্য করতে না চাইলেও বিজেপি-র কোনও নেতা এই ছবির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কি না প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে পার্নো জানালেন, 'নম্বরটা বেশ কিছুদিন হল বদলে ফেলেছি। সেই ফোন নম্বরটি খুব বেশি মানুষের কাছে নেই। তাই শুভেচ্ছা জানাতে পারেননি তেমন কেউই'।

'বনবিবি'-তে পার্নো ও দিব্যেন্দু ছাড়াও রয়েছে আর্য, ভাস্কর, সুলগ্নার মতো একগুচ্ছ নতুন মুখ।বিশেষ দু'টি চরিত্রে রয়েছেন সোহিনী সরকার এবং রূপাঞ্জনা মিত্র। বর্তমানে জোরকদমে কলকাতা থেকে সামান্য দূরে চলছে এই ছবির শ্যুটিং। দ্বিতীয় দফার শ্যুটিং রয়েছে সুন্দরবনে। সেখানেও গোটা ইউনিটের সঙ্গে পাড়ি দেবেন 'রেশম'।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ কার ভাগ্যে কী রয়েছে? রইল ৩ মে ২০২৫র রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ৩ মে ২০২৫র রাশিফল রইল ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ আজ হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল ফলপ্রকাশ, কখন? কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবেন? ফের আগুন কলকাতায়, এবার নিউটাউনে, শিলিগুড়িতে দাউ দাউ করে জ্বলল গুদাম ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা

Latest entertainment News in Bangla

আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার বিরুষ্কার সঙ্গে ছবি পোস্ট নীতির, উঠে এল অদেখা ছবি! ভামিকা-অকায়রা আছে সেখানে? ক্যাটরিনা, আলিয়াকে ছেলে বানিয়ে দিল AI! রূপে শাহরুখ, হৃতিককেও হার মানাবেন ওঁরা 'আমার স্তন চেপে ধরে…', আশ্রম দিয়ে তুলেছিলেন ঝড়, ট্রেনে শরীরে হাত পড়ে অদিতির তাঁকে নির্বাসিত করা হয় দেশ থেকে! অ্যাপ্রন পরা এই লেখিকাকে চিনতে পারছেন? বাবা মারা যান আগেই, এবার প্রয়াত অনিল-বনির মা! ৯০ বছরে করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ ‘মরতে পারি, মারতেও পারি…’! বিয়ের পর অনবরত ট্রোল, শার্লিকে নিয়ে কী বললেন অভিষেক চুমকির সঙ্গে টেকেনি বিয়ে ! সত্যিই কি মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধর করেন লোকেশ? সাত-আট মাস ধরে কাজ নেই তনিমার হাতে! 'অনেকেই পিছনে লাগছে…', বললেন অভিনেত্রী

IPL 2025 News in Bangla

৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.