টলিউডে ফের জুটি বাঁধলেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। পরম আর কোয়েলের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে ‘হেমলক সোসাইটি’, ‘শুভদৃষ্টি’-র মতো ছবিতে। ২০২১-র পুজোতেও থাকছে বড় সারপ্রাইজ। ডার্ক থ্রিলারে দেখা যাবে এই দুই অভিনেতাকে। পুজোর সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘বনি’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’কেই চলচিত্রে ফুটিয়ে তোলো হয়েছেন। অভিনয়ের পাশাপাশি এই ছবির পরিচলকও পরমব্রত। 'বনি' তে সব্যসাচী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েলকে দেখা যাবে তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ের চরিত্রে। এছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, জাকারি কফিন, কাঞ্চন মল্লিকের মতো তারকারা। প্রবাসী বাঙালি সব্যসাচী আর প্রতিভা। সন্তানের আসার খবরে যাঁদের আনন্দ ছিল আকাশছোঁয়া। তবে সব বদলে যায়, যখন সন্তানের জন্ম হয়, দেখা যায় সে ঠিক স্বাভাবিক বাচ্চার মতো না। এদিকে ওরা দু'জনেই জানতে পারে ওদের সদ্যোজাত ছেলেকে নিয়ে চলছে গভীর চক্রান্ত। আমেরিকাতে জন্ম হয়েছে এরকম এক বাংলাদেশী বিজ্ঞানী, এই নবজাতক এবং দম্পতির সন্ধান করতে থাকে। যে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ সরকারের। এদিকে কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতেও হচ্ছে আজব সব কাণ্ড! গ্রে মার্কেট থেকে ছেলের জন্য একটি পুরনো খারাপ রোবট কিনে আনে এক মধ্যবিত্ত কেরানি। আর তারপর থেকেই তার কলকাতার বাড়িতে শুরু হয় ভুতুড়ে কার্যকলাপ! সব কি একসূত্রে বাঁধা? কীভাবে খুলবে রহস্যের জট! সেটাই দেখতে পারবেন দর্শক ‘বনি’তে। ২০২১ সালে বাংলা সিনেমার দৌলতে জমজামট থাকতে চলেছে প্রেক্ষাগৃহ। মুক্তি পাওয়ার কথা রয়েছে একগুচ্ছ সিনেমার। দেবের দু'-দুটো ছবি মুক্তি পাচ্ছে পুজোতে--'গোলন্দাজ', ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। মুক্তি পাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি 'তখন কুয়াশা ছিল'। থাকছে চিরঞ্জিতের ‘ষড়রিপু ২’। রয়েছে জিৎ-মিমির ‘বাজি’ও। এখন কে কাকে কতটা টক্কর দেয়, সেটাই দেখার!