মাস কয়েক আগে রাজনীতির ময়দানে নেমেছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলতি বছর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে উলুবেড়িয়া দক্ষিণ থেকে ভোটে লড়ে হারের মুখ দেখতে হয় তাঁকে। এবার নিজের পুরোনো জগতে ফিরছেন অভিনেত্রী। কালার্স বাংলার আসন্ন শো ‘দত্ত অ্যান্ড বউমা’র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন পাপিয়া অধিকারী। প্রকাশ্যে এল শো-এর প্রথম প্রোমো। মুম্বইয়ের নামী প্রযোজনা সংস্থা শশী সুমিত প্রোডাকশন হাউসের আওতায় তৈরি হচ্ছে এই সিরিয়াল। প্রথা ভেঙে এক বনেদি পরিবারের গয়নার ব্যবসার হাল ধরবে বউমা। এটাই এই ধারাবাহিকের মূল উপজীব্য। সিরিয়ালে নায়কের সোনামা-র (ঠাকুন ভূমিকায় দেখা মিলবে পাপিয়া অধিকারীর। সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করছেন দুই নতুন মুখ- তিতিক্ষা দাস এবং আদিত্য বক্সী। মডেলিং জগতের পরিচিত মুখ তিতিক্ষা, তবে প্রথম সিরিয়ালের দুনিয়ায় পা রাখছেন তিতিক্ষা। অন্যদিকে গল্পের নায়ক আদিত্যকে এর আগে ‘মাফিয়া’ ওয়েব সিরিজে দেখেছে দর্শক। সিরিয়ালের প্রমোতেই স্পষ্ট কেমন হবে এই সিরিয়ালের গল্প। পরিচিত পারিবারিক আঙিনায় এক ছকভাঙার গল্প বলবে ‘দত্ত অ্যান্ড বউমা’। প্রোমোতে পাপিয়া অধিকারী নাত বউয়ের মুখ দেখেই জানান, ‘এতদিন আমি ছিলাম আমার নাতির রাজযোটক, আর এখন কিনা এই দু-দিনের মেয়ে এসেছে আমার সঙ্গে টক্কর দিতে’, তবে পুরোটাই মজার ছলে। নাত বউকে পেয়ে আপ্লুত পুরো দত্ত পরিবার, এখানে তথাকথিত শাশুড়ি-বউমা-র কূটকচালি নয়, বরং শ্বশুরবাড়ির সঙ্গে নতুন বউ-এর দারুণ বন্ডিং-এর গল্প উঠে আসবে ‘দত্ত অ্যান্ড বউমা’তে। এর আগে ‘চোখের তারা তুই’,'এর আগে শশী সুমিত প্রোডাকশন হাউসের আওতায় তৈরি হয়েছে ‘কি করে বলব তোমায়’ এবং ‘ভাগ্যলক্ষ্মী’, প্রযোজনা সংস্থার তিন নম্বর বাংলা সিরিয়াল এটি। ‘দত্ত অ্যান্ড বউমা’ ছাড়াও শীঘ্রই কালার্সে আসতে চলছে আরও তিনটি নতুন ফিকশন শো-‘তিন শক্তির আধার- ত্রিশূল’, ‘মন মানে না’ এবং ‘মৌয়ের বাড়ি’। আগামী মাস থেকেই সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকগুলির, তবে এখনও সামনে আসেনি সম্প্রচারের তারিখ।