বিমান ধরার তাড়া রয়েছে, কাজল তখন একপ্রকার উর্ধশ্বাসে হাঁটি দিয়েছেন। পাপারাৎজিরাও পাল্লা দিয়ে তাঁর পিছু পিছু ছুটছেন। তারকাদের সঙ্গে নিত্যদিন যেমনটা ঘটে আর কী! একজন কাজলের সামনে পিছু হেঁটে তাঁকে লেন্সবন্দি করছিলেন। সেখানেই গোল বাঁধল। এক কাণ্ড ঘটিয়ে বসলেন ওই পাপারাৎজি।
কী ঘটেছে?
যা ঘটার ছিল সেটাই। পিছু হাঁটতে গিয়ে উল্টে মেঝেতে পড়ে যান ওই পাপারাৎজি। আশেপাশের সকলেই তখন, ‘আরে আরে আরে… ’ বলে ছুটে এসেছেন। সঙ্গে সঙ্গেই অপর একজন এসে তাঁকে তোলেন। কাজলও এটা দেখে সেখান থেকে চলে যেতে পারলেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন। তারপর সামনে পড়ে থাকে ওই পাপারৎজির মোবাইল ফোন তুলে দেন অভিনেত্রী। তারপর আবার হাঁটা লাগান। বোঝাই গেল বেশ তাড়ার মধ্যে রয়েছেন। তবে এমন ঘটনায় অল্পক্ষণ হলেও না দাঁড়িয়ে চলে যেতে পারলেন না কাজল।
আরও পড়ুন-পিসির থেকে বাড়ির সিকিওরিটি গার্ডের পুজোর জামা নিজে দেখে কেনেন প্রসেনজিৎ! ছেলেরটা কেনেন না কেন
আরও পড়ুন-আরও পড়ুন-অরিজিতের গাড়িকে বাইক নিয়ে ধাওয়া, একের পর এক হর্ন! কী করলেন গায়ক?
আরও পড়ুন-সলমনের শত্রু এবার ইমরান হাশমি, নেটপাড়া বলছে, 'এতদিনে 'টাইগার' শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছেন'