বৃহস্পতিবার আসতে না আসতেই প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের নন ফিকশন টিআরপির তালিকা। সেখানে আবারও দাদাগিরিকে টপকে গেল দিদি নম্বর ওয়ান। এই সপ্তাহে কার কপালে কত নম্বর জুটল?
নন ফিকশন টিআরপি
এই বছরের তৃতীয় সপ্তাহে রবিবার করে যে দিদি নম্বর ওয়ান সম্প্রচারিত হয় সেটা পেয়েছে ৫.৮ নম্বর। দাদাগিরি তার থেকে খানিক পিছিয়ে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো পেয়েছে ৫.১ নম্বর। অন্যদিকে শনি রবিবারের স্টার জলসার ফিকশন পেয়েছে ৫.৭। আর এই চ্যানেলের রবিবারের ফিকশন শো পেয়েছে ৬.৩ স্কোর।
আরও পড়ুন: 'যেমন বাপ, তেমনই মেয়ে', নতুন দোকান খুলেই অন্যের ব্যবসায় কোপ! নন্দিনী আর তাঁর বাবার নামে তোপ দেগে কালীদি কী বললেন?
আরও পড়ুন: বাবার নাচে মেয়ে যতই লজ্জা পাক তাতে থোড়াই কেয়ার! দাদাগিরির মঞ্চে জামাল কুদুতে মজলেন সৌরভ
প্রসঙ্গত এখন স্টার জলসায় আর কোনও রিয়েলিটি শো অনুষ্ঠিত হয় না। সপ্তাহের সাতদিন রোজই ফিকশন শো দেখানো হয়। অন্যদিকে জি বাংলায় এখনও সেই জায়গায় তিনটি নন ফিকশন শো চলে।
এর মধ্যে প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত দিদি নম্বর ওয়ান বিকেল পাঁচটা থেকে দেখা যায়। আর এটি রবিবার রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এই শোয়ের সঞ্চালনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয় দাদাগিরি। এটির সঞ্চালনার দায়ভার সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
আরও পড়ুন: 'ধরে কান মুলে দেব' গালিগালাজ অতীত, ভক্তদের শিক্ষা দেওয়ার নতুন পথের কথা বললেন এবার রূপম
প্রসঙ্গত জি বাংলায় চলা আরও একটি রিয়েলিটি শো চলে, ঘরে ঘরে জি বাংলা। এটি এই সপ্তাহে মাত্র ১.৫ নম্বর পেয়েছে।