মঙ্গলবার রাজ কুন্দ্রার জামিনের আবেদনের তীব্র প্রতিবাদ করল মুম্বই পুলিশ। তাঁদের আশঙ্কা একবার জামিন পেলেই বিদেশে পালিয়ে যাবেন রাজ। সঙ্গে তদন্তকারীদের তরফে দাবি করা হয়, এখন যদি নীল ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রাকে জামিন দেওয়া হয় তাহলে সমাজের কাছেও ভুল বার্তা পৌঁছবে। প্রায় ১ মাস ধরে পুলিশি হেফাজতে আছেন শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। পুলিশের তরফে আরও জানানো হয়, বেল পেলেই রাজ হয়তো দেশ ছাড়বেন নয়তো অন্য কোনও অপরাধও করতে পারেন। রাজ কুন্দ্রার আইনজীবী জামিনের পিটিশনে লেখেন, ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ে গলদ আছে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনও পাকাপোক্ত প্রমাণই নেই। সঙ্গে তাতে লেখা হয়েছে পুলিশের তরফে এই কেস নিয়ে জুলাই মাসে চার্জশিট পেশ করা হয়েছিল। কিন্তু তাতে নাম ছিল না রাজের। পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, রাজ কুন্দ্রার অপরাধ কোনও সামান্য নয়। বরং, পর্ন ভিডিয়ো বানিয়ে কোথায় কোথায় ছড়িয়ে দিতেন রাজ সেটাই এখন খুঁজে দেখা হচ্ছে। সঙ্গে দাবি করা হয়, পর্ন মামলায় ফেরার প্রদীপ বকসী রাজ কুন্দ্রার আত্মীয়। রাজ একবার জামিন পেলে প্রদীপের সঙ্গে যোগাযোগ করে তিনিও ফেরার হয়ে যেতে পারেন। তদন্তকারীরা জানান, রাজের সঙ্গে অনেক গরীব মেয়েরা কাজ করতেন পয়সার জন্য পর্ন ছবি তৈরিতে। রাজ জামিন পেলে এইসব মেয়েরা ভয় পাবে। তারা সাক্ষী দিতে আর রাজি হবে না। দুই পক্ষের সমস্ত অভিযোগ শোনার পর ২০ অগস্ট অবধি পিছিয়ে দেওয়া হয়েছে জামিনের শুনানি। অর্থাৎ, আরও ৯ দিন জেল হেফাজতেই থাকতে হবে রাজ কুন্দ্রাকে।