রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা বাবার হাত ধরেই। হাফ প্যান্ট পরে হারমোনিয়াম কোলে নিয়ে বাবার সঙ্গে পাড়ায় পাড়ায় রবীন্দ্রজয়ন্তীতে গান গাইতে যাওয়া সেই ছোট্ট ছেলেটা এখন স্বনামধন্য সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য। ছোটোবেলায় বাবার কাছেই প্রথম রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি, তখন রবীন্দ্রচেতনা তত প্রবল ছিল না, কিন্তু এখন রবীন্দ্রনাথ মনোময়ের দিন শেষের শান্তির আশ্রয়। আজ গায়কের কাছে রবীন্দ্রজয়ন্তী মানে একরাশ ব্যস্ততা, কিন্তু ছোটবেলায় কেমন কাটত রবীন্দ্রজয়ন্তীর দিনগুলি? একান্ত সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন মনোময় ভট্টাচার্য।
আজ তো ভীষণ ব্যস্ত, কিন্তু ছোটবেলায় কীভাবে কাটত রবীন্দ্রজয়ন্তী?
মনোময়: রবীন্দ্রজয়ন্তীর দিনটা আমারা সব ভাই-বোনরা মিলে ঘরোয়া ভাবে উদযাপন করতাম। বাড়িতেই বসত গানের আসর। দিদি, মা আর আমি গান করতাম, আর আমাদের তবলায় সঙ্গত করতেন দাদা। তবে শুধু বাড়িতেই নয়, বাবার হাত ধরে বেশ কয়েকটি পাড়ায় রবীন্দ্রজয়ন্তীতে গান গাইতে যেতাম। তখন অনেক ছোট আমি, হাফপ্যান্ট পরতাম। রিক্সায় করে বাবা আমাকে নিয়ে যেতেন, কোলে থাকত হারমোনিয়াম। আমার কাছে রবীন্দ্রজয়ন্তী মানেই বাবা। আসলে আমার রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি বাবার কাছেই।
আরও পড়ুন: জানলে অবাক হবেন, রবীন্দ্রনাথের বংশের আসল পদবী ‘ঠাকুর’ নয়! তবে কী ছিল
তাহলে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নিশ্চয়ই বাবার অনেক স্মৃতি...
মনোময়: হ্যাঁ, বাবা আমাকে হাতে ধরে ধরে নোটেশন দিয়ে গান শেখাতেন। বাবা তো ৮১ বছর বয়সে চলে যান, তার আগে অর্থাৎ ২০১১ সাল পর্যন্ত আমার যেসমস্ত রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম মুক্তি পেয়েছে তাঁর সবটাই বাবার শেখানো গান। এমনকি এখনও আমি যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত গাই তা সবই ওঁর শেখানো। বাবা চলে যাওয়ার কিছুদিন আগের সেই দিনটার কথা আমার এখনও মনে আছে, বাবা তখন খুব অসুস্থ, আমি রবীন্দ্রনাথের একটা গান তুলতে গিয়ে একটা ভুল করি। বাবা সেই অসুস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলেছেন, "এই জায়গাটা ভুল হচ্ছে, একটু দেখে নে তো" তারপর তিনি নিজে আমাকে হাত দিয়ে নোটেশন দেখালেন। বাবা আমাকে আট-নয় বছর বয়স থেকেই এমন করে গান শেখাতেন। তখন আমি নজরুলগীতি গাইতেই সবচেয়ে বেশি পছন্দ করতাম, আর বাবা আমাকে একপ্রকার জোর করেই রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। তখন অত বুঝতাম না, যদিও রবীন্দ্রনাথকে বোঝার মতো বয়স তখন ছিল না। কিন্তু যত বড় হতে থাকলাম, তত বুঝলাম রবীন্দ্রসঙ্গীতের মানে। রবি ঠাকুর তাঁর গানের ভাষা আর সুর নিয়ে আমার কাছে আরও বেশি করে জীবন্ত হয়ে উঠলেন। বাবা ছোটবেলায় জোর না করলে হয়তো এমনটা হত না। উনিই আমার মধ্যে রবীন্দ্রচেতনার সঞ্চার করেছিলেন।
আরও পড়ুন: বিধ্বংসী রূপে শাকিব, অন্য মেজাজে ধরা দিলেন চঞ্চল, প্রকাশ্যে ‘তুফান’-এর টিজার
আপনার ছেলেও তো খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গায়, আপনিও কি বাবার মতো করেই ওর মধ্যে রবীন্দ্রচেতনার সঞ্চার করেছেন?
মনোময়: সত্যি বলতে, ওর মধ্যে রবীন্দ্রচেতনা সেই অর্থে এখনও আমি তৈরি করতে পারিনি। তবে আমি রবীন্দ্রসঙ্গীত গাইলে ও তা উপভোগ করে। অ্যারেঞ্জমেন্ট ভালো লাগলে সেটাও জানায় আমাকে। আকাশ 'আমারও পরানও যাহা চায়' গেয়েছে, কিন্তু সেটা একেবারেই ওর মতো করে। আমি যেভাবে বাবার কাছে শিখেছি, সেইটার প্রতি ওর আকর্ষণ একটু কম। আসলে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কানটা বদলে গিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের দৌলতে গ্লোবাল মিউজিক এখন ওদের হাতের মঠোয়। ওরা ওয়েস্টার্ন মিউজিক বেশি শোনে। তাই গানকে গ্রহণ করার বা গাওয়ার ধরণের মধ্যেও একটা পরিবর্তন দেখা যায়।
তাহলে নতুন প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীত শোনাতে গেলে কি আধুনিক গানের মতো করে শোনাতে হবে?
মনোময়: কিছুটা তাই, এখন একেবারে রাবীন্দ্রিক ধাঁচে এসরাজ বাজিয়ে গান করলে হয়তো তারা শুনবে না, তবে একেবারে ভেঙ্গে, বাইরে থেকে কতকগুলো শব্দ নতুন করে যোগ করে শোনানোরও প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমরা গানের অর্থ বুঝে যন্ত্রানুসঙ্গের ব্যবহারে কিছু বদল আনতে পারি। যেভাবে কথা বলি সেই সহজাতভাবেই গানটা গাইতে পারি, কিন্তু সেটা অবশ্যই নোটেশনকে মাথায় রেখে। 'উলালা' করে নয়।