
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৃহস্পতিবার থেকে টেলিপাড়া সরগরম, জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা' নাকি চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে! এমনই খবর শোনা যাচ্ছিল। আর এই খবরেই মন খারাপ ছিল ধারাবাহিকের দর্শকদের। কারণ এমনিতেই বেশকিছুদিন ধরে TRP-র চক্করে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে। তাই সিরিয়াল বন্ধের খবর শুনলেন প্রমাদ গুনতে থাকেন দর্শকরা। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে অনেকেরই প্রশ্ন ছিল, সত্যিই কি তবে শেষ হচ্ছে 'মিঠিঝোরা' ধারাবাহিকটি?
আজ্ঞে নাহ, এইক্ষেত্রে শেষপর্যন্ত 'মিঠিঝোরা' অনুরাগীদের কাছে সুখবরই এসে পৌঁছেছে। এই ধারাবাহিক বন্ধ হচ্ছে না। আর এখবর নিশ্চিত করেন 'মিঠিঝোরা'র দুই অভিনেতা। মিঠিঝোরা ‘শৌর্য’ অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি রায় বলেন, ‘আমার কাছে এখনও পর্যন্ত এমন কোনও খবর আসেনি।’ ধারাবাহিকের 'অনির্বাণ' অর্থাৎ অভিনেতা সুমন দে ‘আমার কাছে এধরনের কোনও তথ্য নেই, আমি তো অন্তত এমনটা শুনিনি।’
অভিনেতা সুমন দে অর্থাৎ পর্দার অনির্বাণ নিজেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করে মিঠিঝোরা যে শেষ হচ্ছে না, সেকথা অনুরাগীদের জানিয়ে দেন। বলেন, ‘আমি খুবই দুঃখিত, যে এধরনের একটা খবর রটে গিয়েছে।’ এছাড়াও TRP-র খবর শেয়ার করে অভিনেতা সুমন দে জানান, চলতি সপ্তাহের টিআরপিতে মিঠিঝোরা দশম স্থানে রয়েছে। মিঠিঝোরা-র প্রাপ্ত নম্বর ৫.২। সুমন দে জানান, ধারাবাহিকের প্রিক্যাপের ভিউ-ই ১ মিলিয়ন ছাড়িয়েছে। সঙ্গে মিঠিঝোরা যে সোম-শুক্র রাত সাড়ে ৯টায় দেখা যাবে, সেবিষয়টিও জানিয়ে দেন অভিনেতা।
২ মাস আগেই রাত সাড়ে ৯টার স্লট থেকে সরিয়ে রাত ১০টায় পাঠানো হয়েছিল মিঠিঝোরা-কে। তবে মাস দুয়েকের ভিতরেই ফের সময় বদলে যাই নীলু-রাই-স্রোতদের। নতুন প্রমোতে জানানো হয় ৪ জুন থেকে নতুন সময়ে, অর্থাৎ রাত ৯টা ৪৫-এ দেখা যাবে ধারাবাহিকটি পরে আবারও স্লট বদলে ৯-৩০এ আনা হয়। আর বারবার স্লট বদলেই হয়ত ধারাবাহিকটি শেষ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে এবার সংশয় কেটেছে এই ধারাবাহিকের দর্শকদের মন থেকে।
প্রসঙ্গত, মিঠিঝোরা-তে রাইপূর্ণা সেন ওরফে রাই চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। অনির্বাণ সেন ওরফে অনি চরিত্রে রয়েছেন সুমন দে। নীলাঞ্জনা রায় ওরফে নীলু (বিরোধী) চরিত্রে রয়েছেন দেবদ্রিতা বসু। শৌর্য রায়ের চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি রায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports