এই মুহূর্তে সবথেকে চর্চিত ও জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিসন্দেহে ‘মিঠাই’। এক বছরের বেশি সময় ধরে টিআরপি তালিকার উপরের দিকে আছে জি বাংলার এই ধারাবাহিক। মাঝে বেশ কিছু সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষস্থান হারালেও গত সপ্তাহে ফের ১ নম্বরে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে এটি। তার মাঝেই এল বড় খবর। শোনা যাচ্ছে, ধারাবাহিক থেকে নাকি সরে দাঁড়িয়েছেন এক অভিনেত্রী?
বুঝেছেন কে? হঠাৎ খবর ছড়িয়েছে আর নাকি দেখা মিলবে না তোর্সা ওরফে সিডের বৌদিমণির। গত বেশ কয়েকটা এপিসোডে টেসকে দেখতে না পেয়েই এরকম হুল্লোড়। আরও পড়ুন: ‘মিঠাই’-তে এন্ট্রি নতুন হিরোর, সিড মারা যাওয়ার পর কি এর প্রেমেই পড়বে মিঠাইরানি।
যদিও ব্যাপারটা মোটেও তেমন না! আসলে শ্যুটের ফাঁকে একটু ছুটি নিয়ে মা-বাবার সাথে পুরী বেড়াতে গিয়েছেন। সেখানের ‘ব্লু ফ্ল্যাগ বিচ’ থেকে ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি। বাবার জন্মদিন উদযাপন করতেই তাঁর এই ট্যুর। বিচ থেকে চিকনকারির কুর্তিতে ছবি শেয়ার করে নিয়েছেন তন্বী লাহা রায় ইতিমধ্যেই।
খুব শীঘ্রই ‘মিঠাই’তে আসতে চলেছে বড় টুইস্ট। মনে করা হচ্ছে প্রতিশোধ নিতে ওমি আগরওয়ালের সাথে হাত মিলিয়ে তোর্সা ক্ষতি করবে মোদক পরিবারের ব্যবসায়। আর এই সমস্যা মেটাতে গিয়েই গাড়ি দুর্ঘটনা হয় সিডের। লেকে পড়ে যায় গাড়ি।