মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা তুঙ্গে। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপোলি পর্দাতেও চমক দেখিয়েছেন অভিনেত্রী। সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয়েছিল তাঁর। দেবের ‘প্রধান’ নায়িকা ফের নতুন শুরু করছেন। ছোট পর্দা, বড় পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে। আরও পড়ুন-‘বিচার চাই’, আজমেঢ় শরিফে শ্রাবন্তী, শুনতে হল ধর্ম নিয়ে কটাক্ষ! নায়িকার সঙ্গী কে
হ্যাঁ, ওটিটি প্লে-র রিপোর্টানুসারে সৌমিতৃষাকে দেখা যাবে ‘নিখোঁজ’ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজে। স্বস্তিকা মুখোপাধ্যায়-টোটা রায়চৌধুরী অভিনীত নিঁখোজ সিরিজের পর অয়নের নতুন প্রোজেক্ট ‘কালরাত্রি’। এই থ্রিলার সিরিজেই দেখা যাবে সৌমিতৃষাকে। যেখানে তাঁর সঙ্গ দেবেন ছোটপর্দার আরও বেশকিছু পরিচিত মুখ। থাকছেন রাজদীপ গুপ্ত, ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্ররা। এছাড়াও দেখা মিলবে অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়দের। আগামী ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্যুটিং পর্ব, চলবে ৪ঠা অক্টোবর পর্যন্ত।
সুতরাং আগামী বুধেই কালরাত্রি-র যাত্রা শুরু হচ্ছে। সূত্রের খবর, বিয়ের প্রেক্ষাপটে সাজানো এই সিরিজের কাহিনি। হিন্দু বিয়ের রীতি অনুসারে বিয়ে ও ফুলশয্যার মাঝের রাতকে কালরাত্রি বলা হয়। এই রাতে স্বামী-স্ত্রী পরস্পরের মুখ দর্শন করে না।