বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi Wedding Date: এই বৈশাখেই সাত পাক ঘুরছেন আদৃত-কৌশাম্বি! উচ্ছেবাবু-দিদিয়ার বিয়ের শুভদিনটা কবে?
নতুন বছরেই বিরাট ধামাকা! ইংরাজি নববর্ষের আগে থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির বিয়ের গুঞ্জন, এবার শোনা যাচ্ছে বৈশাখ মাসেই শুভকাজটা সেরে ফেলত চলেছেন ‘মিঠাই’-এর নায়ক এবং তাঁর অনস্ক্রিন ‘দিদিয়া’। জি বাংলার হিট মেগার সেটেই শুরু আদৃত-কৌশাম্বির প্রেমের গল্প। আরও পড়ুন-নববর্ষে ‘সোমদা’ ধ্রুবর বাহুলগ্না কৌশাম্বি, ‘আদৃত রাগ করবে’, বলছে ফ্যানেরা