মিঠাই ধারাবাহিকের নিপা ওরফে ঐন্দ্রিলার জনপ্রিয়তা তুঙ্গে। বাংলার সেরা ধারাবাহিক মিঠাই-তে নিপার চরিত্রে অভিনয় করছে ঐন্দ্রিলা সাহা। ধারাবাহিকের অভিনয়ের পাশাপাশি কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ অভিনেত্রী। প্রায়শই নিজের রিল ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। খুব ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ঐন্দ্রিলা। রিয়ালিটি শো-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্সে’র হাত ধরেই টেলিভিশনের জগতে পা রাখেন। এরপরই ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ। তবে নাচকে মন থেকে ভালোবাসেন ঐন্দ্রিলা। সম্প্রতি ২৫ বছরের পুরনো হিন্দি গান ‘আজ ম্যায় উপার আসমা নীচে’তে নাচ করতে দেখা যায় তাঁকে। হু হু করে ভাইরাল হয়েছে নীপার সেই ভিডিয়ো। রাস্তায় হেঁটে হেঁটে রিল ভিডিয়ো শ্যুট করেছেন নায়িকা। মিঠাই ধারাবাহিকের জেরেই ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঐন্দ্রিলা। নেটিজেনের বেশ মনে ধরেছে তাঁর এই ভিডিয়ো।