বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে ভাঙার গুঞ্জন। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই খবর। সেখানে চোখ রেখেও অনেকেই অনির্বাণ-মধুরিমার ডিভোর্সের খবর খেয়াল করে থাকবেন। সত্যিই কি অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামীর ডিভোর্স হতে চলেছে?
অবশেষে ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন অনির্বাণের স্ত্রী, মূকাভিনয় শিল্পী মধুরিমা গোস্বামী। এবিষয়ে প্রশ্ন শুনেই টিভি9 বাংলাকে তিনি বলেন, ‘এখনও এসব নিয়ে আলোচনা চলছে! আমার তো ভেবেও হাসি পাচ্ছে।’ এরপর হেসেই মধুরিমা জানান, ‘এক্কেবারেই এটা হচ্ছে না। তবে আমাক কিন্তু প্রশ্নটা খারাপ লাগল না। বরং সত্যিই যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ হত, তখন এই কথাটা শুনতে একটু খারাপ লাগত। তবে যখন এটা সত্যি নয়, তাই কিছুই বলছি না। স্পষ্ট জানিচ্ছি এটা গুজব।’
তবে কেন রটল এই বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন? মধুরিমা গোস্বামীর কথায়, সেটা তাঁর সত্যিই জানা নেই। তবে খবরটা সত্যি নয়। তবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মহিলা অনুরাগীর সংখ্যা অসংখ্য। সেপ্রসঙ্গে মধুরিমা মজা করে বলেন, ‘আমাদের বিয়েটা ভেঙে গেলে হয়ত অনেকে খুশিই হবেন। অনির্বাণদাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি।’
আরও পড়ুন-দেবকে তো ছোট থেকে চিনি, ওঁর বাবা আমার জন্য রান্না করে আনতেন: মিঠুন চক্রবর্তী