লিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল তারকা মনোজ বাজপেয়ী। তবে জানেন কি কেরিয়ারের শুরুর দিনে কতটা স্ট্রাগল করেছেন অভিনেতা? বিহারের প্রত্যন্ত গ্রামের ছেলে মনোজ। শাহরুখ খানের হাত ধরে প্রথমবার নাইট ক্লাবে হাজির হয়েছিলেন তিনি। তাঁর কথায়, 'ওখানে আমিই সবচেয়ে গরীব ছিলাম বোধহয়'।
রাম গোপাল বর্মার 'সত্যা' ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছিলেন মনোজ। এরপর রাতারাতি বলিউডের 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠেন তিনি। মায়ানগরীতে পা রাখবার আগে দীর্ঘদিন দিল্লিতে রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের দিনের স্মৃতির পাতা উলটে দেখলেন অভিনেতা। কার্লি টেলসকে মনোজ বলেন, 'অনেক বছর আগের কথা.. দিল্লিতে একটা নাইট ক্লাব ছিল 'ঘুঙরু', আমি চপ্পল পরে ছিলাম। সেইসময় আমাকে ওখানে নিয়ে হাজির শাহরুখ, কোনওরকমে আমার জন্য জুতোর ব্যবস্থা করা হয়'।
প্রথমবার নাইট ক্লাবের ভিতরে ঢুকে যে দৃশ্য দেখলেন, তা চোখ ধাঁধিয়ে দিয়েছিল মনোজের। তিনি জানান, 'আমি প্রথমবার দেখলাম ওই জীবনটা (নাইট লাইফ) কেমন। চারিদিকে লোকজন নাচানাচি করছে, আর আমি এক কোণায় ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছি'।
তিন বন্ধু শাহরুখ খান, বেনি এবং রামা জোরজবরস্তি নাইট ক্লাবে নিয়ে গিয়েছিলেন মনোজকে। প্রথমবার ডিস্কোতে গিয়ে কেমন লেগেছিল? মনোজের কাছে ওই জায়গাটা 'খুব অন্ধকারময়, আর ঘোলাটে'।
মনোজ বাজপেয়ীকে সদ্য দেখা গিয়েছে 'সাইলেন্স... ক্য়ান ইউ হিয়ার ইট?' এবং 'ডায়াল ১০০' ছবিতে। আপতত অপেক্ষা 'দ্য ফ্যামিলি ম্যান'-এক তিন নম্বর সিজনের।
পরবর্তীতে মনোজ বাজপেয়ীকে দেখা যাবে 'গুলমোহর' ছবিতে। পরিচালক রাহুল ভি চিত্তেলার এই ছবিতে শর্মিলা ঠাকুর, অমল পালেকরের মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মনোজ।
সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বোনা হয়েছে এই ছবির গল্প। বত্রা পরিবারের তিন প্রজন্মের গল্প বলবে 'গুলমোহর'। ৩৪ বছরের ভিটে ছেড়ে চলে যেতে হবে বত্রা পরিবারকে, এর জেরে সবার মধ্যে তৈরি হয়েছে অদ্ভূত নিরাপত্তাহীনতা। সম্পর্কের সমীকরণ কি বদলে যাবে এই নিরাপত্তাহীনতার জেরে? জানতে অপেক্ষা করতে হবে ৩রা মার্চের। ওইদিন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন-কাছের মানুষের বিয়েতে একফ্রেমে দেব-রুক্মিণী,'তোমাদের বিয়েটা কবে? প্রশ্ন নেটিজেনের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup